ETV Bharat / sitara

"বেবো পিএম কেয়ার্সকে কেয়ার করে না", সমালোচনার মুখে করিনা - unicef

কোরোনা মোকাবিলায় বলিউডের একাধিক তারকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রীর তৈরি ত্রাণ তহবিলে । যদিও সেই পথে না হেঁটে সোশাল মিডিয়ায় করিনা জানালেন, তিনি ও তাঁর স্বামী UNICEF, গিভ ইন্ডিয়া ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর হিউম্যান ভ্যালুজ়ে অনুদান দেবেন ।

sad
zsd
author img

By

Published : Apr 1, 2020, 6:52 AM IST

মুম্বই : বলিউডের একাধিক তারকা কোরোনা মোকাবিলায় তৈরি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন । অনুদান দেওয়ার জন্য অন্যদের কাছেও আবেদন করেছেন অনেকে । কিন্তু, সেই পথে হাঁটলেন না নবাব দম্পতি । সোশাল মিডিয়ায় করিনা জানালেন, তিনি ও তাঁর স্বামী UNICEF, গিভ ইন্ডিয়া ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর হিউম্যান ভ্যালুজ়ে অনুদান দেবেন ।

করিনা সোশাল মিডিয়ায় লেখেন, "এরকম একটা কঠিন সময়ে আমাদের কাছাকাছি আসা এবং একে অপরকে সাহায্য করা দরকার । আমরা তাই এই পদক্ষেপ করেছি এবং UNICEF, গিভ ইন্ডিয়া ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর হিউম্যান ভ্যালুজ়ের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছি। আমরাও আপনাদের কাছে এগিয়ে আসার আবেদন করছি । জয় হিন্দ । করিনা, সইফ ও তইমুর ।"

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলকে এড়িয়ে আন্তার্জাতিক সংস্থায় তাঁদের অনুদান দেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি নেটিজেনদের একাংশ । অনেকেই এর সমালোচনা করেছেন । একজন সরাসরি প্রশ্ন করেছেন, "কেন পিএম কেয়ার্স নয়?"

করিনার সমালোচনা করে একজন লিখেছেন, "বেবো পিএম কেয়ার্সকে কেয়ার করে না । "

আর একজন লেখেন, "অবশ্যই আপনি পিএম কেয়ার্সে কিছুই দেবেন না । কিন্তু UNICEF কেন ? প্রচারের জন্য ?"

যদিও অনেকে তাঁদের এই পদক্ষেপের প্রশংসাও করেছেন ।

মুম্বই : বলিউডের একাধিক তারকা কোরোনা মোকাবিলায় তৈরি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন । অনুদান দেওয়ার জন্য অন্যদের কাছেও আবেদন করেছেন অনেকে । কিন্তু, সেই পথে হাঁটলেন না নবাব দম্পতি । সোশাল মিডিয়ায় করিনা জানালেন, তিনি ও তাঁর স্বামী UNICEF, গিভ ইন্ডিয়া ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর হিউম্যান ভ্যালুজ়ে অনুদান দেবেন ।

করিনা সোশাল মিডিয়ায় লেখেন, "এরকম একটা কঠিন সময়ে আমাদের কাছাকাছি আসা এবং একে অপরকে সাহায্য করা দরকার । আমরা তাই এই পদক্ষেপ করেছি এবং UNICEF, গিভ ইন্ডিয়া ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর হিউম্যান ভ্যালুজ়ের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছি। আমরাও আপনাদের কাছে এগিয়ে আসার আবেদন করছি । জয় হিন্দ । করিনা, সইফ ও তইমুর ।"

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলকে এড়িয়ে আন্তার্জাতিক সংস্থায় তাঁদের অনুদান দেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি নেটিজেনদের একাংশ । অনেকেই এর সমালোচনা করেছেন । একজন সরাসরি প্রশ্ন করেছেন, "কেন পিএম কেয়ার্স নয়?"

করিনার সমালোচনা করে একজন লিখেছেন, "বেবো পিএম কেয়ার্সকে কেয়ার করে না । "

আর একজন লেখেন, "অবশ্যই আপনি পিএম কেয়ার্সে কিছুই দেবেন না । কিন্তু UNICEF কেন ? প্রচারের জন্য ?"

যদিও অনেকে তাঁদের এই পদক্ষেপের প্রশংসাও করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.