ETV Bharat / sitara

ননদ সোহার জন্মদিনে করিনার মিষ্টি শুভেচ্ছা

আজ সোহা আলি খানের জন্মদিন । ননদের জন্মদিনে করিনা কাপুর খান জানালেন মিষ্টি শুভেচ্ছা । শেয়ার করলেন একটি থ্রোব্যাক ছবি ।

kareena kapoor to soha ali khan
kareena kapoor to soha ali khan
author img

By

Published : Oct 4, 2020, 2:15 PM IST

মুম্বই : আজ সোহা আলি খানের জন্মদিন । সোশাল মিডিয়ায় সকাল থেকেই তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন পরিবার-পরিজন-বন্ধুরা । তার মধ্যে রয়েছেন বৌদি করিনা কাপুর খানও । তিনিও একটি থ্রোব্যাক ছবি শেয়ার করে সোহাকে শুভেচ্ছা জানালেন ।

সাদা-কালো ছবিতে রয়েছেন করিনা আর সোহা । তবে তাঁরা একা নন, করিনার কোলে ছোট্ট তইমুর আর সোহার কোলে মিষ্টি ইনায়া । দেখলেই বোঝা যায় যে, ছবিটা পুরোনো । তবে সেই জন্য ছবির অ্যাপিল নষ্ট হয়নি কোনওভাবে ।

ক্যাপশনে করিনা তাঁর ননদ সোহাকে "মজাদার, কুল, বুদ্ধিমতী, ব্রাইট, রসিক, স্নেহশীল,"-এর মতো একাধিক কম্প্লিমেন্টে ভরিয়ে দিয়েছেন । সোহাই যে খান পরিবারের স্তম্ভ সেটাও মনে করিয়ে দিয়েছেন করিনা ।

দেখে নিন তাঁর পোস্ট...

kareena kapoor to soha ali khan
করিনার পোস্ট..

এদিকে সোহা আবার নিজেও একটি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে । ইনায়াকে কোলে জড়িয়ে রয়েছেন তিনি । স্নেহ আর আবেগে তাঁর চোখ বন্ধ । মাতৃত্বের এই অনুভূতিই তাঁর সবচেয়ে বড় বার্থডে গিফ্ট...লিখেছেন সোহা ।

অভিনেত্রী ও লেখিকা সোহা আলি খানকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ETV ভারত সিতারার পক্ষ থেকে ।

মুম্বই : আজ সোহা আলি খানের জন্মদিন । সোশাল মিডিয়ায় সকাল থেকেই তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন পরিবার-পরিজন-বন্ধুরা । তার মধ্যে রয়েছেন বৌদি করিনা কাপুর খানও । তিনিও একটি থ্রোব্যাক ছবি শেয়ার করে সোহাকে শুভেচ্ছা জানালেন ।

সাদা-কালো ছবিতে রয়েছেন করিনা আর সোহা । তবে তাঁরা একা নন, করিনার কোলে ছোট্ট তইমুর আর সোহার কোলে মিষ্টি ইনায়া । দেখলেই বোঝা যায় যে, ছবিটা পুরোনো । তবে সেই জন্য ছবির অ্যাপিল নষ্ট হয়নি কোনওভাবে ।

ক্যাপশনে করিনা তাঁর ননদ সোহাকে "মজাদার, কুল, বুদ্ধিমতী, ব্রাইট, রসিক, স্নেহশীল,"-এর মতো একাধিক কম্প্লিমেন্টে ভরিয়ে দিয়েছেন । সোহাই যে খান পরিবারের স্তম্ভ সেটাও মনে করিয়ে দিয়েছেন করিনা ।

দেখে নিন তাঁর পোস্ট...

kareena kapoor to soha ali khan
করিনার পোস্ট..

এদিকে সোহা আবার নিজেও একটি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে । ইনায়াকে কোলে জড়িয়ে রয়েছেন তিনি । স্নেহ আর আবেগে তাঁর চোখ বন্ধ । মাতৃত্বের এই অনুভূতিই তাঁর সবচেয়ে বড় বার্থডে গিফ্ট...লিখেছেন সোহা ।

অভিনেত্রী ও লেখিকা সোহা আলি খানকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ETV ভারত সিতারার পক্ষ থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.