ETV Bharat / sitara

দ্বিতীয় সন্তানের প্রথম ছবি শেয়ার করলেন করিনা - করিনা কাপুরের খবর

দ্বিতীয় সন্তানের প্রথম ছবি শেয়ার করলেন করিনা কাপুর খান । মাতৃত্বকে বরণ করেই যেন নারীদিবসের উপযুক্ত উদযাপন করলেন অভিনেত্রী ।

Kareena Kapoor Khan fisrt photo of second son
Kareena Kapoor Khan fisrt photo of second son
author img

By

Published : Mar 8, 2021, 1:37 PM IST

মুম্বই : অপেক্ষার অবসান । সামনে এল করিনা কাপুর খান ও সইফ আলি খানের দ্বিতীয় সন্তানের প্রথম ছবি । ছেলেকে কোলে নিয়ে করিনা নিজেই শেয়ার করেছেন সেই ছবি ।

সাদা কালো ফিল্টারে ছেলেকে কোলে নিয়ে করিনা । যদিও নবজাতকের মুখ দেখা যায়নি, তবে তার একটু ঝলক দেখেই খুশি নেটিজেনরা ।

করিনার মুখে চোখে এক উজ্জ্বল দীপ্তি, প্রশান্তির ছোঁয়া । ছেলেকে কোলে নিয়ে নারী হওয়ার আনন্দ সেলিব্রেট করছেন অভিনেত্রী ।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে করিনা লিখেছেন, 'এই দুনিয়ায় এমন কিছু নেই যা নারীরা করতে পারে না । আমার প্রিয় নারীদের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ।'

দেখে নিন...

তইমুরের আকাশছোঁয়া জনপ্রিয়তা তার স্বাভাবিক শৈশবকে ব্যাহত করেছে । একটা সময় সেলেব্রিটিদের মতো তার পিছনেও ছুটেছে পাপারাৎজ়িরা । অবশেষে সইফ-করিনার অনুরোধে সেই ক্রেজ় কিছুটা কমেছে । তাই দ্বিতীয় সন্তানের ব্যাপারে প্রথম থেকেই সচেতন দম্পতি । আজ অবধি নবজাতকের কোনও ছবিই মিডিয়ায় প্রকাশ পায়নি ।

মুম্বই : অপেক্ষার অবসান । সামনে এল করিনা কাপুর খান ও সইফ আলি খানের দ্বিতীয় সন্তানের প্রথম ছবি । ছেলেকে কোলে নিয়ে করিনা নিজেই শেয়ার করেছেন সেই ছবি ।

সাদা কালো ফিল্টারে ছেলেকে কোলে নিয়ে করিনা । যদিও নবজাতকের মুখ দেখা যায়নি, তবে তার একটু ঝলক দেখেই খুশি নেটিজেনরা ।

করিনার মুখে চোখে এক উজ্জ্বল দীপ্তি, প্রশান্তির ছোঁয়া । ছেলেকে কোলে নিয়ে নারী হওয়ার আনন্দ সেলিব্রেট করছেন অভিনেত্রী ।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে করিনা লিখেছেন, 'এই দুনিয়ায় এমন কিছু নেই যা নারীরা করতে পারে না । আমার প্রিয় নারীদের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ।'

দেখে নিন...

তইমুরের আকাশছোঁয়া জনপ্রিয়তা তার স্বাভাবিক শৈশবকে ব্যাহত করেছে । একটা সময় সেলেব্রিটিদের মতো তার পিছনেও ছুটেছে পাপারাৎজ়িরা । অবশেষে সইফ-করিনার অনুরোধে সেই ক্রেজ় কিছুটা কমেছে । তাই দ্বিতীয় সন্তানের ব্যাপারে প্রথম থেকেই সচেতন দম্পতি । আজ অবধি নবজাতকের কোনও ছবিই মিডিয়ায় প্রকাশ পায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.