মুম্বই : 2020 সালটা প্রতিটি মানুষের জন্যই খুব কঠিন হয়ে উঠেছে । কোরোনার প্রকোপ তো রয়েছেই, তার সঙ্গে আমফানের তাণ্ডব, বন্যা, ভূমিকম্প...কর্মহারা-গৃহহারা লক্ষ লক্ষ অভুক্ত মানুষের দুর্দশার অন্ত নেই । তাই 2021-এর দিকে তাকিয়ে রয়েছেন এই বছরের প্রত্যেকটা মানুষ ।
ব্যতিক্রম নন করিনা কাপুর খানও । তিনিও আগামী বছরের অপেক্ষায়, তিনিও সুদিনের অপেক্ষায় ।
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন করিনা । সেখানে তিনি উদাস চোখে যেন দূরের দিকে তাকিয়ে রয়েছেন, কিছু একটার প্রতীক্ষায় ।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "2021-এর প্রতীক্ষায়..." দেখে নিন করিনার পোস্ট
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ইন্ডাস্ট্রিতে 20 বছর কাটিয়ে ফেলেছেন বলিউডের 'বেবো' । গত সপ্তাহতেই পূর্ণ হয়েছে তাঁর ইন্ডাস্ট্রির দুই দশক । সেদিন নিজের দেওয়া প্রথম শটটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন করিনা ।
তারপর দেখতে দেখতে 'চামেলি', 'জব উই মেট', 'কুরবান', 'বীরে দি ওয়েডিং'-এর মতো একের পর এক হিট ছবি ঢুকেছে করিনার ঝুলিতে । তিনি হয়ে উঠছেন বলিউডের অন্যতম ব্যাঙ্কেবল স্টার ।