ETV Bharat / sitara

বরুণের বিয়ে, নিশ্চিত করলেন করিনা - বরুণ ধাওয়ানের বিয়ে

বরুণ ধাওয়ান আর নতাশা দালালের সম্পর্কের কথা সবাই জানেন । কোনওদিনই বিষয়টাকে লুকিয়ে রাখেননি দু'জনের কেউই । তবে তাঁরা কি বিয়ে করবেন ? নাকি লিভ-ইন সম্পর্কেই থাকবেন ? এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছিল না । করিনা কাপুর খানের শো-তে এসে বিষয়টা পরিষ্কার হল ।

varun dhawan with natasha dalal
varun dhawan with natasha dalal
author img

By

Published : Dec 17, 2020, 6:42 PM IST

মুম্বই : কোরোনা পরিস্থিতির অচলতা কাটিয়ে সব দিকেই কাজ শুরু হয়ে গেছে । প্রেগনেন্ট করিনা কাপুর খানও ফিরেছেন তাঁর চ্যাট শো 'হোয়াট উইমেন ওয়ান্ট' নিয়ে । সেখানেই অতিথি হিসেবে এসেছিলেন বরুণ ধাওয়ান ।

এই যুগের সম্পর্ক, কমিটমেন্ট, বিয়ে এইসব নিয়েই আলোচনা চলছিল করিনা আর বরুণের মধ্যে । বলতে বলতে করিনা নতাশাকে বরুণের 'বাগদত্তা' বলে সম্বোধন করলেন । বরুণও বিনা বাক্যব্যয়ে মেনে নিলেন এই কথাটি ।

তবে তাঁদের এত বছরের সম্পর্কে বিয়ে ব্যাপারটা আর খুব একটা ম্যাটার করে না, জানালেন বরুণ । তাঁর মতে, সততা আর বিশ্বাস থাকলেই সম্পর্ক টিকে থাকতে পারে বছরের পর বছর । তাহলে কি নতাশাকে বিয়ে করছেন না বরুণ ?

varun dhawan with natasha dalal
করিনার সঙ্গে বরুণ

উত্তরে বরুণ বললেন, "আমি বা নতাশা লিভ-ইন সম্পর্কেও থাকতে রাজি ছিলাম । তবে আমাদের দু'জনের বাবা-মাই চায় যে, বিয়েটা করি আমরা । তাছাড়া আমি নিজের বাড়িও কিনেছি । তাই ওঁরা চান যে বিয়েটা করে ফেলি ।"

তবে সেই শুভকাজটা কবে হবে সেটা জানাননি বরুণ । আপাতত 'কুলি নম্বর ওয়ান'-এর প্রোমোশনেই ব্যস্ত অভিনেতা ।

মুম্বই : কোরোনা পরিস্থিতির অচলতা কাটিয়ে সব দিকেই কাজ শুরু হয়ে গেছে । প্রেগনেন্ট করিনা কাপুর খানও ফিরেছেন তাঁর চ্যাট শো 'হোয়াট উইমেন ওয়ান্ট' নিয়ে । সেখানেই অতিথি হিসেবে এসেছিলেন বরুণ ধাওয়ান ।

এই যুগের সম্পর্ক, কমিটমেন্ট, বিয়ে এইসব নিয়েই আলোচনা চলছিল করিনা আর বরুণের মধ্যে । বলতে বলতে করিনা নতাশাকে বরুণের 'বাগদত্তা' বলে সম্বোধন করলেন । বরুণও বিনা বাক্যব্যয়ে মেনে নিলেন এই কথাটি ।

তবে তাঁদের এত বছরের সম্পর্কে বিয়ে ব্যাপারটা আর খুব একটা ম্যাটার করে না, জানালেন বরুণ । তাঁর মতে, সততা আর বিশ্বাস থাকলেই সম্পর্ক টিকে থাকতে পারে বছরের পর বছর । তাহলে কি নতাশাকে বিয়ে করছেন না বরুণ ?

varun dhawan with natasha dalal
করিনার সঙ্গে বরুণ

উত্তরে বরুণ বললেন, "আমি বা নতাশা লিভ-ইন সম্পর্কেও থাকতে রাজি ছিলাম । তবে আমাদের দু'জনের বাবা-মাই চায় যে, বিয়েটা করি আমরা । তাছাড়া আমি নিজের বাড়িও কিনেছি । তাই ওঁরা চান যে বিয়েটা করে ফেলি ।"

তবে সেই শুভকাজটা কবে হবে সেটা জানাননি বরুণ । আপাতত 'কুলি নম্বর ওয়ান'-এর প্রোমোশনেই ব্যস্ত অভিনেতা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.