ETV Bharat / sitara

বান্ধবীদের মিস করছেন করিনা - can't deal with being away from her girl gang

বান্ধবীদের সঙ্গে ছবি পোস্ট করে তার ক্যাপশনে করিনা লেখেন, "আমার বান্ধবীদের থেকে কোনওভাবেই দূরে থাকতে পারছি না ।"

xcv
xg
author img

By

Published : Apr 16, 2020, 2:02 PM IST

মুম্বই : একটা সময় ছিল যখন ইচ্ছে করলেই বান্ধবীদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারতেন করিনা কাপুর খান । যেখানে খুশি যেতে পারতেন তাঁরা । ছিল না কোনও বাধা । কিন্তু, এখন সেসব যেন গল্প কথারই সমান । এখন কারও সঙ্গে দেখা করা তো দূর । বাড়ির বাইরে পা রাখতে গেলেই দু'বার ভাবনা চিন্তা করতে হচ্ছে তাঁদের । আর তাই লকডাউনের মধ্যে গৃহবন্দী হয়ে বান্ধবীদের খুবই মিস করছেন করিনা ।

সম্প্রতি সোশাল মিডিয়ায় বান্ধবীদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন করিনা । সেখানে রয়েছেন তাঁর দিদি করিশ্মা কাপুর, মালাইকা অরোরা ও অমৃতা অরোরা । ছবিতে কালো পোশাকে দেখা গিয়েছে করিনাকে । মালাইকা আর অমৃতার পরনে ওয়ান পিস ও পিঙ্ক ফ্লোরাল টপের সঙ্গে টিমআপ করে কালো ট্রাউজ়ার পরতে দেখা গিয়েছে করিশ্মাকে । একসঙ্গে হেঁটে কোথাও যাচ্ছেন তাঁরা ।

বেশিরভাগ সময় একই সঙ্গে দেখা যেত তাঁদের । সে কোথাও ঘুরতে যাওয়া হোক, শপিং হোক বা ওয়ার্ক আউট । অনেক সময় সেগুলি একসঙ্গেই করতেন তাঁরা । ছবিটি পোস্ট করে তার ক্যাপশনে করিনা লেখেন, "আমার বান্ধবীদের থেকে কোনওভাবেই দূরে থাকতে পারছি না ।"

তবে শুধু করিনাই নন । কিছুদিন আগে নিজের মন খারাপের কথা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেয়ার করেছিলেন করিশ্মাও । বলেছিলেন, লকডাউনের জেরে কোথাও যেতে পারছেন না তিনি । একটা সময় ইচ্ছে করলেই বাবা-মা, করিনা ও তইমুরের সঙ্গে দেখা করতে পারতেন । কিন্তু, এখন লকডাউনের জেরে ঘরবন্দী তিনি । তাই ইচ্ছে করলেও তাঁদের সঙ্গে দেখা করতে পারছেন না ।

তবে শুধু করিনা বা করিশ্মাই নন । লকডাউনের জেরে বাড়িতে বসে রয়েছেন সবাই । এখন স্বাভাবিক জীবনের ছন্দটাই যেন কোথাও হারিয়ে গিয়েছে । তাই এই সময় শুধুই স্মৃতির সরণি দিয়ে হাঁটছেন একাধিক তারকা । স্মৃতিচারণা করে সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট করছেন তাঁরা ।

মুম্বই : একটা সময় ছিল যখন ইচ্ছে করলেই বান্ধবীদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারতেন করিনা কাপুর খান । যেখানে খুশি যেতে পারতেন তাঁরা । ছিল না কোনও বাধা । কিন্তু, এখন সেসব যেন গল্প কথারই সমান । এখন কারও সঙ্গে দেখা করা তো দূর । বাড়ির বাইরে পা রাখতে গেলেই দু'বার ভাবনা চিন্তা করতে হচ্ছে তাঁদের । আর তাই লকডাউনের মধ্যে গৃহবন্দী হয়ে বান্ধবীদের খুবই মিস করছেন করিনা ।

সম্প্রতি সোশাল মিডিয়ায় বান্ধবীদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন করিনা । সেখানে রয়েছেন তাঁর দিদি করিশ্মা কাপুর, মালাইকা অরোরা ও অমৃতা অরোরা । ছবিতে কালো পোশাকে দেখা গিয়েছে করিনাকে । মালাইকা আর অমৃতার পরনে ওয়ান পিস ও পিঙ্ক ফ্লোরাল টপের সঙ্গে টিমআপ করে কালো ট্রাউজ়ার পরতে দেখা গিয়েছে করিশ্মাকে । একসঙ্গে হেঁটে কোথাও যাচ্ছেন তাঁরা ।

বেশিরভাগ সময় একই সঙ্গে দেখা যেত তাঁদের । সে কোথাও ঘুরতে যাওয়া হোক, শপিং হোক বা ওয়ার্ক আউট । অনেক সময় সেগুলি একসঙ্গেই করতেন তাঁরা । ছবিটি পোস্ট করে তার ক্যাপশনে করিনা লেখেন, "আমার বান্ধবীদের থেকে কোনওভাবেই দূরে থাকতে পারছি না ।"

তবে শুধু করিনাই নন । কিছুদিন আগে নিজের মন খারাপের কথা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেয়ার করেছিলেন করিশ্মাও । বলেছিলেন, লকডাউনের জেরে কোথাও যেতে পারছেন না তিনি । একটা সময় ইচ্ছে করলেই বাবা-মা, করিনা ও তইমুরের সঙ্গে দেখা করতে পারতেন । কিন্তু, এখন লকডাউনের জেরে ঘরবন্দী তিনি । তাই ইচ্ছে করলেও তাঁদের সঙ্গে দেখা করতে পারছেন না ।

তবে শুধু করিনা বা করিশ্মাই নন । লকডাউনের জেরে বাড়িতে বসে রয়েছেন সবাই । এখন স্বাভাবিক জীবনের ছন্দটাই যেন কোথাও হারিয়ে গিয়েছে । তাই এই সময় শুধুই স্মৃতির সরণি দিয়ে হাঁটছেন একাধিক তারকা । স্মৃতিচারণা করে সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট করছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.