মুম্বই : আগুন লেগে মূল্যবান সম্পত্তি নষ্ট হল করণ জোহারের ধর্মা প্রোডাকশন হাউজ়ের। আটের দশক থেকে চলছে এই প্রযোজনা সংস্থা। হতাহতের কোনও খবর নেই।
এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের খবর অনুযায়ী, গতকাল রাত আড়াটে নাগাদ আগুন লাগে। ঘটনাস্থানে আসে ১২টি দমকল ইঞ্জিন। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে যে কীভাবে আগুন লেগেছে তার তদন্ত করা হচ্ছে। আগুন লাগার পর প্রোডাকশন হাউজ়ের বিদ্য়ুৎ সংযোগ ও জল বন্ধ করে দেওয়া হয়।
জানা যাচ্ছে, আটের দশক থেকে সংগৃহীত বই, স্মারক, প্রপস সহ আরও অনেক মূল্যবান জিনিস পুড়ে গেছে।