মুম্বই, 21জুন: বলিউডের সেরা কৌতুকশিল্পীদের তালিকায় নিজের স্থায়ী জায়গা করে নিয়েছেন কপিল শর্মা । একটি কমেডি রিয়েলিটি শো-তে প্রতিযোগী হিসেবে হিন্দি টেলি ইন্ডাস্ট্রিতে পদার্পণ তাঁর । আর বর্তমানে তাঁর অনুষ্ঠান "দ্যা কপিল শর্মা শো" জনপ্রিয়তার শীর্ষে । এমন কোনও বলিউড স্টার নেই যাঁরা তাঁর শো-তে আসেননি । বড় পর্দাতেও ইতিমধ্যে কাজ সেরেছেন তিনি । কর্ম জীবন এবং সংসার দুটিই বেশ দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন কপিল । মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করেন ।
গতকাল ছিল ফাদার্স ডে, আর সেই নিয়ে নেট দুনিয়ায় বাবার সঙ্গে ছবির বানভাসি । তবে এই দিনে ভক্তদের বিশেষ উপহার দিলেন কপিল । প্রসঙ্গত, 2021 এর ফেব্রুয়ারি মাসেই দ্বিতীয়বার সন্তানের বাবা হন তিনি । সোশ্যাল মিডিয়ায় নিজেই সুখবর দেন কপিল । কিন্তু ছেলের ছবি প্রকাশ্যে আনেননি । মেয়ে আনাইরার ছবি মাঝে মধ্যেই পোষ্ট করেন তিনি । কিন্তু ছেলে তৃষানের ছবি এই প্রথম শেয়ার করলেন । ছেলে এবং মেয়েকে কোলে বসিয়ে আদুরে পোষ্ট কপিলের । সকলকে জানালেন ফাদার্স ডে'র শুভেচ্ছা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এই ছবি আপলোড হতেই ভক্তদের ভালবাসার বন্যা । প্রিয় কৌতুকশিল্পীর ছেলের ছবি দেখে আপ্লুত নেটিজেনরা । উল্লেখ্য, করোনা আবহে বন্ধ ছিল কপিল শর্মা শো এর শুটিং এর কাজ । শোনা যাচ্ছে সমস্ত বিধি মেনেই আবার শুরু হতে চলেছে শুটিঁং । কাস্ট মেম্বার ক্রুসনা অভিষেক সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই শো এর টিম মেম্বার ভারতি সিং এবং কিকু শর্দা এর সাথে একটি সেলফি পোষ্ট করেন ।
আরও পড়ুন, বাবাকে দেওয়াল করেই বেড়ে উঠছে নিতারা, আদুরে পোস্ট টুইঙ্কলের