ETV Bharat / sitara

কোরোনা চিকিৎসায় সাহায্য করতে প্লাজ়মা দান করবেন কণিকা - কণিকা কাপুরের খবর

কোরোনা আক্রান্তদের চিকিৎসায় সাহায্য করতে প্লাজ়মা দান করবেন কোরোনা মুক্ত কণিকা কাপুর । ETV ভারতের সাংবাদিক যোগাযোগ করেন কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি বা KGMU-এর ভাইস চ্য়ান্সেলর MLB ভাটের সঙ্গে ।

kanika kapoor donates plasma
kanika kapoor donates plasma
author img

By

Published : Apr 27, 2020, 7:57 PM IST

লক্ষ্ণৌ : কয়েক সপ্তাহ আগে কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন কণিকা কাপুর । এখন তিনি লক্ষ্ণৌতে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন । শুধু এটুকুই নয়, কোরোনা আক্রান্তদের চিকিৎসায় সাহায্য করতে এবার প্লাজ়মা দান করবেন কণিকা ।

ভাট আমাদের জানান, "কণিকা কাপুরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে । উনি প্লাজ়মা ডোনেট করতে ইচ্ছুক । উনি যদি চান, তাহলে অবশ্যই আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাব । চিকিৎসার জন্য আমাদের প্লাজ়মার প্রয়োজন ।"

যাঁরা আজ কোরোনা মুক্ত, তাঁদের রক্তে এই জীবাণুর অ্যান্টিবডি আছে বলে মনে করছেন ডাক্তাররা । তাই কোরোনার চিকিৎসায় তাঁদের রক্তরস বা প্লাজ়মার প্রয়োজন হচ্ছে । সম্প্রতি প্রযোজক করিম মোরানি ও তাঁর দুই মেয়ে জ়োয়া মোরিনা আর শাজ়া মোরানি কোরোনা মুক্ত হয়েছেন । তাঁরাও প্লাজ়মা দান করবেন বলে জানিয়েছেন ।

কণিকা এখন পুরোপুরি সুস্থ । সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিজের কোয়ারেন্টাইন লাইফের এক ঝলক দেখিয়েছেন তিনি । বাবা-মায়ের সঙ্গে চায়ের কাপ হাতে জমিয়ে গল্প করছেন গায়িকা ।

লক্ষ্ণৌ : কয়েক সপ্তাহ আগে কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন কণিকা কাপুর । এখন তিনি লক্ষ্ণৌতে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন । শুধু এটুকুই নয়, কোরোনা আক্রান্তদের চিকিৎসায় সাহায্য করতে এবার প্লাজ়মা দান করবেন কণিকা ।

ভাট আমাদের জানান, "কণিকা কাপুরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে । উনি প্লাজ়মা ডোনেট করতে ইচ্ছুক । উনি যদি চান, তাহলে অবশ্যই আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাব । চিকিৎসার জন্য আমাদের প্লাজ়মার প্রয়োজন ।"

যাঁরা আজ কোরোনা মুক্ত, তাঁদের রক্তে এই জীবাণুর অ্যান্টিবডি আছে বলে মনে করছেন ডাক্তাররা । তাই কোরোনার চিকিৎসায় তাঁদের রক্তরস বা প্লাজ়মার প্রয়োজন হচ্ছে । সম্প্রতি প্রযোজক করিম মোরানি ও তাঁর দুই মেয়ে জ়োয়া মোরিনা আর শাজ়া মোরানি কোরোনা মুক্ত হয়েছেন । তাঁরাও প্লাজ়মা দান করবেন বলে জানিয়েছেন ।

কণিকা এখন পুরোপুরি সুস্থ । সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিজের কোয়ারেন্টাইন লাইফের এক ঝলক দেখিয়েছেন তিনি । বাবা-মায়ের সঙ্গে চায়ের কাপ হাতে জমিয়ে গল্প করছেন গায়িকা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.