লক্ষ্ণৌ : ষষ্ঠ বার টেস্টের পর কোরোনা নেগেটিভ রিপোর্ট এসেছে কণিকা কাপুরের । ডিসচার্জ করে দেওয়া হয়েছে গায়িকাকে । কিন্তু, কোরোনার কবল থেকে বেরিয়ে এবার পুলিশের হেফাজতে ঢুকতে হবে কণিকাকে । কারণ তাঁর বিরুদ্ধে একটি FIR ঝুলছে লক্ষ্ণৌয়ের সরোজিনী নগর পুলিশ স্টেশনে ।
কোরোনা পজ়িটিভ আসার পর কণিকা ভরতি ছিলেন সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে । সেই সময় লক্ষ্ণৌয়ের চিফ মেডিকেল অফিসার CMO নরেন্দ্র কুমার আগারওয়াল FIR করেন তাঁর বিরুদ্ধে । এছাড়াও আরও দু'টো FIR রয়েছে গায়িকার বিরুদ্ধে, একটি হজরতগঞ্জ পুলিশ স্টেশন আর একটি গোমতি নগর পুলিশ স্টেশনে । প্রতিটিই কণিকার দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য ।
দীনেশ কুমার সিং. লক্ষ্ণৌয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ সেন্ট্রাল জানিয়েছেন, "CMO-র অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হবে কণিকা কাপুরকে । ওঁর দায়িত্বজ্ঞানহীন আচরণ এই জীবাণুকে আরও ছড়িয়ে দিতে পারত, অনেক মানুষের প্রাণনাশের আশঙ্কা ছিল । এছাড়াও উনি একজন পাবলিক সারভেন্টের কথা অমান্য করেছে ।"
লন্ডন থেকে ফিরে এসে কোয়ারেন্টাইনে থাকা তো দূরের কথা, পাঁচতারা হোটেলে পার্টি অবধি করেছেন কণিকা । তবে তাঁর সংস্পর্শে আসা কোনও মানুষেরই এই রোগ হয়নি বলে জানা গেছে ।