মুম্বই, 30 মার্চ : ভারতীয় সেলিব্রেটিদের মধ্যে প্রথম করোনা পজ়িটিভ হয়েছিলেন গায়িকা কনিকা কাপুর ৷ আর সেই খবর প্রকাশ্য আসতেই শুরু হয় নানা সমস্যা ৷ এমনকি তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরও করেছিল উত্তরপ্রদেশ সরকার ৷
শুধু তাই নয়, নেটাগরিকরাও ছাড়েননি গায়িকা কনিকা কাপুরকে ট্রোলড করতে ৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে কনিকা জানিয়েছেন, সাধারণ মানুষ মনে করেন সেলিব্রেটি রোজ দেশে বিদেশে ঘুরে বেড়ান বা জলসাতে অংশগ্রহণ করেন তাই তাঁদের করোনা হয় ৷ কিন্তু বাস্তবটা কেউ জানতে চায় না এটাই কষ্টদায়ক ৷
ওই সাক্ষাৎকারে কনিকা আরও বলেন আর্থিকভাবেও একদম ভেঙে পড়েন তিনি ৷ হাতে কোনও কাজ না থাকায় অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে দিনযাপন করেছিলেন এই গায়িকা ৷ কনিকা কাপুর বলেন, 'এটি খুবই দুঃখজনক অবস্থা - শুধু গায়কদের জন্যই নয় বরং যাঁরা গান রচয়িতা, সুরকার, বাদক সকলের জন্য, কারণ মহামারির মত অবস্থায় আমাদের কোনও দৈনিক রোজগার থাকে না...' ৷
তবে অবস্থার ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে ৷ আবার ছন্দে ফিরছে কনিকা কাপুরের কর্মজীবন ৷ সম্প্রতি তাঁর একটি নতুন গান '2 সিটার কার' মুক্তি পেয়েছে ৷ আর তা দর্শক-শ্রোতার পছন্দের তালিকাতে স্থানও পেয়েছে ৷