ETV Bharat / sitara

ভার্চুয়ালি 'ধাকড়'-এর কাজ শুরু করে দিলেন কঙ্গনা

author img

By

Published : Jul 11, 2020, 2:56 PM IST

ভার্চুয়ালি স্ক্রিপ্ট রিডিং সেশন শুরু করে দিলেন কঙ্গনা রানাওয়াত । কোন ফিল্মের জন্য ? তাঁর আসন্ন অ্যাকশন ফিল্ম 'ধাকড়'-এর জন্য ।

kangna ranaut starts preperation of dhaakad
kangna ranaut starts preperation of dhaakad

মুম্বই : কাজ শুরু করলেন কঙ্গনা রানাওয়াত । তবে শুটিং ফ্লোরে গিয়ে নয়, ভার্চুয়ালি স্ক্রিপ্ট রিডিং সেশনের মাধ্যমে ।

সোশাল মিডিয়ায় কঙ্গনার টিং কয়েকটি ছবি শেয়ার করেছেন । যেখানে কঙ্গনাকে দেখা যাচ্ছে 'ধাকড়'-এর পরিচালক রজনীশ ঘাই, লেখক রীতেশ শাহ এবং প্রযোজক সোহেল মাকলাইয়ের সঙ্গে ।

তিনজনেই সেই স্ক্রিপ্ট রিডং সেশন বেশ উপভোগ করছেন, বোঝা যাচ্ছে অভিব্যক্তি দেখে । দেখে নিন পোস্ট...

ছবিটি প্রসঙ্গে কঙ্গনা এক সর্বভারতীয় সংবামাধ্য়মকে বলেছিলেন, "আমার ক্যারিয়ারের বেঞ্চমার্ক ছবি 'ধাকড়' । এরকম মহিলাকেন্দ্রিক অ্যাকশন ফিল্ম এর আগে দেখা যায়নি । দিওয়ালিতে মুক্তি পাওয়ার পক্ষে একেবারে উপযুক্ত ছবি 'ধাকড়' ।"

তবে এখন কোরোনার কারণে ছবির মুক্তি অনিশ্চিত ।

মুম্বই : কাজ শুরু করলেন কঙ্গনা রানাওয়াত । তবে শুটিং ফ্লোরে গিয়ে নয়, ভার্চুয়ালি স্ক্রিপ্ট রিডিং সেশনের মাধ্যমে ।

সোশাল মিডিয়ায় কঙ্গনার টিং কয়েকটি ছবি শেয়ার করেছেন । যেখানে কঙ্গনাকে দেখা যাচ্ছে 'ধাকড়'-এর পরিচালক রজনীশ ঘাই, লেখক রীতেশ শাহ এবং প্রযোজক সোহেল মাকলাইয়ের সঙ্গে ।

তিনজনেই সেই স্ক্রিপ্ট রিডং সেশন বেশ উপভোগ করছেন, বোঝা যাচ্ছে অভিব্যক্তি দেখে । দেখে নিন পোস্ট...

ছবিটি প্রসঙ্গে কঙ্গনা এক সর্বভারতীয় সংবামাধ্য়মকে বলেছিলেন, "আমার ক্যারিয়ারের বেঞ্চমার্ক ছবি 'ধাকড়' । এরকম মহিলাকেন্দ্রিক অ্যাকশন ফিল্ম এর আগে দেখা যায়নি । দিওয়ালিতে মুক্তি পাওয়ার পক্ষে একেবারে উপযুক্ত ছবি 'ধাকড়' ।"

তবে এখন কোরোনার কারণে ছবির মুক্তি অনিশ্চিত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.