ETV Bharat / sitara

"দেশদ্রোহীদের বন্ধু হতে চাও ?", প্রিয়াঙ্কাকে প্রশ্ন কঙ্গনার - কঙ্গনা রানাওয়াতের খবর

এবার কঙ্গনার নিশানায় প্রিয়াঙ্কা চোপড়া । কৃষক আন্দোলনের সমর্থন করে কঙ্গনার রোষের মুখে প্রিয়াঙ্কা ।

kangana ranaut slams priyanka chopra
kangana ranaut slams priyanka chopra
author img

By

Published : Dec 11, 2020, 12:33 PM IST

মুম্বই : কঙ্গনা রানাওয়াতের সঙ্গে কোনও বিষয়ে মতের মিল হচ্ছে না ? তার মানে আপনি দেশদ্রোহী । অন্তত অভিনেত্রী তাঁর টুইটারে রোজ এটাই প্রমাণ করার চেষ্টা করেন ।

কয়েকদিন আগে কৃষক আন্দোলনের সমর্থন করে একটি টুইট করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া । দিলজিতের পাশে দাঁড়িয়েছিলেন চোপড়া । ব্যাস...কঙ্গনার রোষের মুখে পড়ে গেলেন তিনি ।

দিলজিৎ দোসাঞ্জ এবং প্রিয়াঙ্কা চোপড়াকে উদ্দেশ্য করে কঙ্গনা লিখেছেন, "যদি সত্যিই কৃষকদের চিন্তা থাকে, যদি সত্যিই মা-দের সম্মান কর, তাহলে কৃষি বিলে কী বলা আছে সেটা অন্তত শোনার চেষ্টা কর ।"

এরপর নিজের স্বভাবসিদ্ধ ভাষায় আক্রমণ করে অভিনেত্রী লিখেছেন, "নাকি শুধু মা-বোন-কৃষকদের ব্যবহার করে দেশদ্রোহীদের সঙ্গে বন্ধুত্ব করতে চাও ? বাহ রে দুনিয়া বাহ..."

  • प्रिय @diljitdosanjh @priyankachopra अगर सच में किसानों की चिंता है, अगर सच में अपनी माताओं का आदर सम्मान करते हो तो सुन तो लो आख़िर फ़ार्मर्ज़ बिल है क्या! या सिर्फ़ अपनी माताओं, बहनों और किसानों का इस्तेमाल करके देशद्रोहियों कि गुड बुक्स में आना चाहते हो? वाह रे दुनिया वाह 🙂 https://t.co/46xKrtpQt2

    — Kangana Ranaut (@KanganaTeam) December 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও কঙ্গনার এই পোস্টের কোনও প্রতিক্রিয়া জানাননি প্রিয়াঙ্কা, তবে তিনি কি চুপ থাকবেন ? দেখা যাক...

মুম্বই : কঙ্গনা রানাওয়াতের সঙ্গে কোনও বিষয়ে মতের মিল হচ্ছে না ? তার মানে আপনি দেশদ্রোহী । অন্তত অভিনেত্রী তাঁর টুইটারে রোজ এটাই প্রমাণ করার চেষ্টা করেন ।

কয়েকদিন আগে কৃষক আন্দোলনের সমর্থন করে একটি টুইট করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া । দিলজিতের পাশে দাঁড়িয়েছিলেন চোপড়া । ব্যাস...কঙ্গনার রোষের মুখে পড়ে গেলেন তিনি ।

দিলজিৎ দোসাঞ্জ এবং প্রিয়াঙ্কা চোপড়াকে উদ্দেশ্য করে কঙ্গনা লিখেছেন, "যদি সত্যিই কৃষকদের চিন্তা থাকে, যদি সত্যিই মা-দের সম্মান কর, তাহলে কৃষি বিলে কী বলা আছে সেটা অন্তত শোনার চেষ্টা কর ।"

এরপর নিজের স্বভাবসিদ্ধ ভাষায় আক্রমণ করে অভিনেত্রী লিখেছেন, "নাকি শুধু মা-বোন-কৃষকদের ব্যবহার করে দেশদ্রোহীদের সঙ্গে বন্ধুত্ব করতে চাও ? বাহ রে দুনিয়া বাহ..."

  • प्रिय @diljitdosanjh @priyankachopra अगर सच में किसानों की चिंता है, अगर सच में अपनी माताओं का आदर सम्मान करते हो तो सुन तो लो आख़िर फ़ार्मर्ज़ बिल है क्या! या सिर्फ़ अपनी माताओं, बहनों और किसानों का इस्तेमाल करके देशद्रोहियों कि गुड बुक्स में आना चाहते हो? वाह रे दुनिया वाह 🙂 https://t.co/46xKrtpQt2

    — Kangana Ranaut (@KanganaTeam) December 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও কঙ্গনার এই পোস্টের কোনও প্রতিক্রিয়া জানাননি প্রিয়াঙ্কা, তবে তিনি কি চুপ থাকবেন ? দেখা যাক...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.