মুম্বই : সম্প্রতি বিয়ের ধুম লেগেছে কঙ্গনা রানাওয়াতের বাড়িতে । নিজের ভাই অক্ষত ও তুতো ভাই করণের বিয়েতে সেজে উঠেছে রানাওয়াত পরিবার । করণের বিয়ে হয়েছে অঞ্জলি নামের এক মেয়ের সঙ্গে । নিজের বাড়ি থেকে সে এসে উঠেছে করণের বাড়িতে । এই প্রথাকে নিয়ে নিজের অনুভূতি জানালেন কঙ্গনা ।
একটি মিষ্টি ভিডিয়ো শেয়ার করেছেন রানাওয়াত । সেখানে তাঁকে নববিবাহিত বর-বউয়ের সঙ্গে পোজ় দিতে আর খুনসুটি করতে দেখা যাচ্ছে । বেশ খোশ মেজাজে আছেন অভিনেত্রী বোঝাই যাচ্ছে ।
ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, "আজ একটি মেয়ে আমাদের বাড়িতে এল । তবে আমি যখনই অঞ্জলির বাবা-মায়ের কথা ভাবছি, আমার মন ভারি হয়ে যাচ্ছে । আজ ওঁদের বাড়ি খালি হয়ে গেছে । আজ ওঁরা নিজেদের হৃদয়ের একটা অংশ আমাদের দিয়ে দিলেন । আজ ওঁদের মেয়ের ঘরটা খালি হয়ে গেল । কন্যাদানের থেকে বড় দান আর হয় না ।"
দেখে নিন কঙ্গনার পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এদিকে কঙ্গনা আর তাঁর দিদি রঙ্গোলিকে সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ । আগামী 26 ও 27 অক্টোবর বান্দ্রা পুলিশ স্টেশনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের ।