ETV Bharat / sitara

কঙ্গনা রানাওয়াত শেয়ার করলেন তাঁর জীবনোপলব্ধি - Kangana Ranaut and her tweet

আজকের দিনে কঙ্গনা রানাওয়াত পা রাখলেন 34 বছরে ৷ আর এই এতো বছরে তিনি ঠিক কি নীতি অনুসরণ করে চলেন,তা আজ প্রকাশ করলেন অভিনেত্রী ৷ যা হয়ত অনুপ্রেরণা জোগাতে সক্ষম হবে আপনাদেরও মনে ৷

latest news of Kangana Ranaut
কঙ্গনা রানাওয়াত,ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
author img

By

Published : Mar 23, 2021, 5:39 PM IST

মুম্বই 23 মার্চ : আজকের দিনটি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের কাছে খুবই স্পেশাল ৷ আজকের দিনে অভিনেত্রীর জন্মদিনের পাশাপাশি মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি জয়ললিথার ট্রেলার মুক্তির দিনও ৷

  • They said a woman has a shelf life, this world only values young sweet 16 type girls with no brains,mature and wise woman can only belong to a household to a man who can give them a surname.They said many things it made me anxious, what will happen to me, where will I go (cont) pic.twitter.com/M3qrgqGaDF

    — Kangana Ranaut (@KanganaTeam) March 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বহুমুখী প্রতিভাবান এই অভিনেত্রী সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে নিজেকে নানা সমালোচনা থেকে বাচিঁয়ে রেখেছে তাঁর সেই নীতি তিনি ভাগ করে নিলেন সোশাল মিডিয়ায় ৷ খুব স্পষ্ট ভাষায় বলিউডের এই অভিনেত্রী জানান, কারও এমন ক্ষমতা নেই যে তাঁকে খারাপ অনুভূতি করায় তাঁর সম্পর্কে ৷

latest news of Kangana Ranaut
কঙ্গনা রানাওয়াতের টুইটের এক ঝলক, ছবি সৌজন্য ইনস্টাগ্রাম

শুধু যে অভিনেত্রী তাঁর অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু নয় ৷ যখনই দেশে কোনও বিতর্কের সৃষ্টি হয়, তখনই সে বিষয়ে প্রায়শই মন্তব্য করতে দেখা যায় এই অভিনেত্রীকে ৷ আর সেই কারনেই অনেক সময় বিপাকে পড়ে যান অভিনেত্রী ৷ তবে নায়িকাও দমে যাওয়ার পাত্রী নয় ৷

নায়িকার চিন্তাভাবনা যে একদম অন্যরকম তার প্রমান মিলল তাঁর টুইটেই ৷ কঙ্গনা রানাওয়াত জানান,সাদা চুল ও বলিরেখা সর্বদাই সৌন্দর্য বৃদ্ধি করে ৷ আর তা তিনি সমস্ত নারীসমাজের উদ্দেশ্যেই বলেছেন ৷ তিনি জানিয়েছেন,34 বছর বয়সেও তিনি সুন্দর দেখতে ও তিনি ধন্যবাদ জানান তাঁর মাকে তাঁকে জন্ম দেওয়ার জন্য ৷

এমনকি, বডি শেমিং নিয়েও মুখ খোলেন অভিনেত্রী ৷ তিনি জানিয়ে দেন, রোগা বা মোটা অথবা ঋতুচক্র কোনও কিছুতেই তিনি লজ্জিতবোধ করেন না ৷

মুম্বই 23 মার্চ : আজকের দিনটি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের কাছে খুবই স্পেশাল ৷ আজকের দিনে অভিনেত্রীর জন্মদিনের পাশাপাশি মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি জয়ললিথার ট্রেলার মুক্তির দিনও ৷

  • They said a woman has a shelf life, this world only values young sweet 16 type girls with no brains,mature and wise woman can only belong to a household to a man who can give them a surname.They said many things it made me anxious, what will happen to me, where will I go (cont) pic.twitter.com/M3qrgqGaDF

    — Kangana Ranaut (@KanganaTeam) March 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বহুমুখী প্রতিভাবান এই অভিনেত্রী সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে নিজেকে নানা সমালোচনা থেকে বাচিঁয়ে রেখেছে তাঁর সেই নীতি তিনি ভাগ করে নিলেন সোশাল মিডিয়ায় ৷ খুব স্পষ্ট ভাষায় বলিউডের এই অভিনেত্রী জানান, কারও এমন ক্ষমতা নেই যে তাঁকে খারাপ অনুভূতি করায় তাঁর সম্পর্কে ৷

latest news of Kangana Ranaut
কঙ্গনা রানাওয়াতের টুইটের এক ঝলক, ছবি সৌজন্য ইনস্টাগ্রাম

শুধু যে অভিনেত্রী তাঁর অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু নয় ৷ যখনই দেশে কোনও বিতর্কের সৃষ্টি হয়, তখনই সে বিষয়ে প্রায়শই মন্তব্য করতে দেখা যায় এই অভিনেত্রীকে ৷ আর সেই কারনেই অনেক সময় বিপাকে পড়ে যান অভিনেত্রী ৷ তবে নায়িকাও দমে যাওয়ার পাত্রী নয় ৷

নায়িকার চিন্তাভাবনা যে একদম অন্যরকম তার প্রমান মিলল তাঁর টুইটেই ৷ কঙ্গনা রানাওয়াত জানান,সাদা চুল ও বলিরেখা সর্বদাই সৌন্দর্য বৃদ্ধি করে ৷ আর তা তিনি সমস্ত নারীসমাজের উদ্দেশ্যেই বলেছেন ৷ তিনি জানিয়েছেন,34 বছর বয়সেও তিনি সুন্দর দেখতে ও তিনি ধন্যবাদ জানান তাঁর মাকে তাঁকে জন্ম দেওয়ার জন্য ৷

এমনকি, বডি শেমিং নিয়েও মুখ খোলেন অভিনেত্রী ৷ তিনি জানিয়ে দেন, রোগা বা মোটা অথবা ঋতুচক্র কোনও কিছুতেই তিনি লজ্জিতবোধ করেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.