মুম্বই : ভাই অক্ষতের বিয়ের প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন কঙ্গনা রানাওয়াত । বিয়ে উপলক্ষে প্রতিদিন তাঁর আলাদা আলাদা সাজ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন নেটিজেনরা । গায়ে হলুদ, সংগীতের পর এবার বিয়ের প্রধান ও শেষ অনুষ্ঠান সম্পন্ন হল । সবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলেন কঙ্গনা ।
ভাই অক্ষত আর ভাইয়ের বউ ঋতু একগুচ্ছ ছবি দিয়েছেন কঙ্গনা । সঙ্গে তিনিও রয়েছেন । জমকালো লেহেঙ্গায় অভিনেত্রীকেও যেন বিবাহযোগ্যা মনে হচ্ছে । মাথায় লাল গোলাপ আর ভারি গয়নায় নজরকাড়া কঙ্গনা ।
নবদম্পতির ছবি শেয়ার করে ভাইয়ের বউ ঋতুকে রানাওয়াত পরিবারে স্বাগত জানিয়েছেন কঙ্গনা । তাঁদের জন্য আশীর্বাদ চেয়ে নিয়েছেন নেটিজেনদের কাছ থেকে ।
"আশা করব ওঁরা জীবনের এই নতুন পর্যায়ে এক দারুণ দাম্পত্য জীবন পালন করবে"...প্রার্থনা করেছেন কঙ্গনা । দেখে নিন তাঁর পোস্ট...
-
Dear friends, bless my brother Aksht and his new bride Ritu, hope they find great companionship in this new phase of their lives 🌹 pic.twitter.com/50gECg5TOy
— Kangana Ranaut (@KanganaTeam) November 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Dear friends, bless my brother Aksht and his new bride Ritu, hope they find great companionship in this new phase of their lives 🌹 pic.twitter.com/50gECg5TOy
— Kangana Ranaut (@KanganaTeam) November 12, 2020Dear friends, bless my brother Aksht and his new bride Ritu, hope they find great companionship in this new phase of their lives 🌹 pic.twitter.com/50gECg5TOy
— Kangana Ranaut (@KanganaTeam) November 12, 2020
বাড়িতে বিয়ে থাকলেও সমানতালে নিজের ছবি শুটিং চালিয়ে যাচ্ছেন কঙ্গনা । 'থালাইভি' ও 'তেজস'-এর কাজ চলছে জোরকদমে । খুব তাড়াতাড়ি মানালি ছেড়ে মুম্বই ফিরবেন অভিনেত্রী ।