ETV Bharat / sitara

কঙ্গনার কার্যকলাপে বিরক্ত অনুরাগীরা, কী বললেন অভিনেত্রী ? - কঙ্গনা রানাওয়াতের খবর

প্রত্যেকদিন সোশাল মিডিয়ায় ননস্টপ অ্যাক্টিভ থাকেন কঙ্গনা রানাওয়াত । দেশের কোথাও কিছু হলেই সেই নিয়ে মন্তব্য করেন তিনি, বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ কমেন্ট । সরকার হোক বা ইন্ডাস্ট্রি, অভিযোগের শেষ নেই তাঁর । তবে সোশাল মিডিয়ার অনেক নেটিজেনই কঙ্গনার এই আচরণ পছন্দ করেন না । তাদের উদ্দেশে বার্তা দিলেন অভিনেত্রী ।

kangana wanrns her fans
kangana wanrns her fans
author img

By

Published : Nov 10, 2020, 11:12 AM IST

মুম্বই : কয়েকমাস আগে টুইটার জয়েন করেন কঙ্গনা রানাওয়াত । আর তার প্রধান উদ্দেশ্য় হল বিতর্ক তৈরি করা । প্রতিদিন কোনও না কোনও কারণে জটিলতা তৈরি করে বিতর্ক সৃষ্টি করেন অভিনেত্রী । অনেকেই তাঁর এই আচরণ মেনে নিতে পারছে না ।

সেই দেখে কি চুপ থাকবেন কঙ্গনা ? তাঁর মতে, তাঁর এত অভিযোগ, এত প্রতিবাদ সব নাকি মানুষের জন্য । যাদের জন্য তিনি এতকিছু করছেন তারাই তাঁকে পছন্দ করছেন না ? ভেবে বিরক্ত অভিনেত্রী ।

কঙ্গনা লিখেছেন, "যে সমস্ত ফ্যানেরা সারাদিন আমার টুইট দেখেন আর বলেন যে, তারা নাকি ক্লান্ত হয়ে গেছেন, বোর হয়ে গেছেন, আমায় চুপ করার উপদেশ দেন, তাদের বলব আমায় আনফলো বা ব্লক করে দিন ।"

"আর যদি সেটা করতে না পারেন, তাহলে এটাই দাঁড়ায় যে আপনারা আমায় নিয়ে অবসেসড । আমায় একজন নিন্দুকের মতো ভালোবাসবেন না । তবে অন্য় উপায় জানা না থাকলে এটাই করে যেতে পারেন", যোগ করেছেন অভিনেত্রী ।

দেখে নিন কঙ্গনার টুইট..

  • All the fans who keep checking my tweets all day and keep declaring they are bored/tired and ask me to stay quiet should Mute/unfollow or Block me, if you don’t then you are clearly obsessed. Don’t love me like a hater but if you don’t know any better then go for it 🙂
    Love❤️

    — Kangana Ranaut (@KanganaTeam) November 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : কয়েকমাস আগে টুইটার জয়েন করেন কঙ্গনা রানাওয়াত । আর তার প্রধান উদ্দেশ্য় হল বিতর্ক তৈরি করা । প্রতিদিন কোনও না কোনও কারণে জটিলতা তৈরি করে বিতর্ক সৃষ্টি করেন অভিনেত্রী । অনেকেই তাঁর এই আচরণ মেনে নিতে পারছে না ।

সেই দেখে কি চুপ থাকবেন কঙ্গনা ? তাঁর মতে, তাঁর এত অভিযোগ, এত প্রতিবাদ সব নাকি মানুষের জন্য । যাদের জন্য তিনি এতকিছু করছেন তারাই তাঁকে পছন্দ করছেন না ? ভেবে বিরক্ত অভিনেত্রী ।

কঙ্গনা লিখেছেন, "যে সমস্ত ফ্যানেরা সারাদিন আমার টুইট দেখেন আর বলেন যে, তারা নাকি ক্লান্ত হয়ে গেছেন, বোর হয়ে গেছেন, আমায় চুপ করার উপদেশ দেন, তাদের বলব আমায় আনফলো বা ব্লক করে দিন ।"

"আর যদি সেটা করতে না পারেন, তাহলে এটাই দাঁড়ায় যে আপনারা আমায় নিয়ে অবসেসড । আমায় একজন নিন্দুকের মতো ভালোবাসবেন না । তবে অন্য় উপায় জানা না থাকলে এটাই করে যেতে পারেন", যোগ করেছেন অভিনেত্রী ।

দেখে নিন কঙ্গনার টুইট..

  • All the fans who keep checking my tweets all day and keep declaring they are bored/tired and ask me to stay quiet should Mute/unfollow or Block me, if you don’t then you are clearly obsessed. Don’t love me like a hater but if you don’t know any better then go for it 🙂
    Love❤️

    — Kangana Ranaut (@KanganaTeam) November 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.