ETV Bharat / sitara

"আপনি আমার সব কিছুর উৎস", স্বামীজিকে শ্রদ্ধা কঙ্গনার - কঙ্গনা রানাওয়াত

টুইটারে কঙ্গনা লেখেন, "যখন আমি হারিয়ে গিয়েছিলাম, আপনি আমায় পথ দেখিয়ে ছিলেন । যখন আমার কোথাও যাওয়ার ছিল না, আপনি আমার হাত ধরেছিলেন । যখন আমি পৃথিবীর কাছে হতাশ হয়েছি, কোনও আশা রাখিনি, তখন আপনি আমায় জীবনের লক্ষ্য বুঝিয়েছিলেন । আমার গুরু, আপনার থেকে কোনও মানুষ ও কোনও ঈশ্বর বড় নয় । আপনি আমার সব কিছুর উৎস...।"

sdf
sdf
author img

By

Published : Jan 12, 2021, 4:19 PM IST

মুম্বই : স্বামী বিবেকানন্দের 158তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন কঙ্গনা রানাওয়াত । সেখানে স্বামীজিকে নিজের "গুরু" হিসেবে উল্লেখ করেন তিনি ।

আজ সকালে টুইটারে স্বামী বিবেকানন্দের একটি ছবি পোস্ট করেন কঙ্গনা । আর তার ক্যাপশনে লেখেন, "যখন আমি হারিয়ে গিয়েছিলাম, আপনি আমায় পথ দেখিয়ে ছিলেন । যখন আমার কোথাও যাওয়ার ছিল না, আপনি আমার হাত ধরেছিলেন । যখন আমি পৃথিবীর কাছে হতাশ হয়েছি, কোনও আশা রাখিনি, তখন আপনি আমায় জীবনের লক্ষ্য বুঝিয়েছিলেন । আমার গুরু, আপনার থেকে কোনও মানুষ ও কোনও ঈশ্বর বড় নয় । আপনি আমার সব কিছুর উৎস...।"

সূত্রের খবর, চার বছর আগে নিজের যোগ গুরু সূর্য নারায়ণ সিংকে প্রায় 2 কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন কঙ্গনা । গুরুদক্ষিণা হিসেবেই দু'কামরার ওই ফ্ল্যাট তিনি উপহার দিয়েছিলেন বলে জানা গিয়েছে । পরে সেটিকে যোগা সেন্টারে পরিণত করা হয় ।

যাই হোক কাজের দিক থেকে গত বছরেই 'থালাইভি'-র শুটিং শেষ করেছেন কঙ্গনা । সেখানে জয়ললিতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে । এছাড়া এই মুহূর্তে ভোপালে আপকামিং ছবি 'ধকড়'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি । পাশাপাশি তাঁর হাতে রয়েছে 'তেজস'-এর মতো ছবিও । সেখানে যুদ্ধবিমানের এক পাইলটের চরিত্রে দেখা যাবে তাঁকে ।

মুম্বই : স্বামী বিবেকানন্দের 158তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন কঙ্গনা রানাওয়াত । সেখানে স্বামীজিকে নিজের "গুরু" হিসেবে উল্লেখ করেন তিনি ।

আজ সকালে টুইটারে স্বামী বিবেকানন্দের একটি ছবি পোস্ট করেন কঙ্গনা । আর তার ক্যাপশনে লেখেন, "যখন আমি হারিয়ে গিয়েছিলাম, আপনি আমায় পথ দেখিয়ে ছিলেন । যখন আমার কোথাও যাওয়ার ছিল না, আপনি আমার হাত ধরেছিলেন । যখন আমি পৃথিবীর কাছে হতাশ হয়েছি, কোনও আশা রাখিনি, তখন আপনি আমায় জীবনের লক্ষ্য বুঝিয়েছিলেন । আমার গুরু, আপনার থেকে কোনও মানুষ ও কোনও ঈশ্বর বড় নয় । আপনি আমার সব কিছুর উৎস...।"

সূত্রের খবর, চার বছর আগে নিজের যোগ গুরু সূর্য নারায়ণ সিংকে প্রায় 2 কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন কঙ্গনা । গুরুদক্ষিণা হিসেবেই দু'কামরার ওই ফ্ল্যাট তিনি উপহার দিয়েছিলেন বলে জানা গিয়েছে । পরে সেটিকে যোগা সেন্টারে পরিণত করা হয় ।

যাই হোক কাজের দিক থেকে গত বছরেই 'থালাইভি'-র শুটিং শেষ করেছেন কঙ্গনা । সেখানে জয়ললিতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে । এছাড়া এই মুহূর্তে ভোপালে আপকামিং ছবি 'ধকড়'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি । পাশাপাশি তাঁর হাতে রয়েছে 'তেজস'-এর মতো ছবিও । সেখানে যুদ্ধবিমানের এক পাইলটের চরিত্রে দেখা যাবে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.