ETV Bharat / sitara

মৃত্যুর পর কঙ্গনার ইচ্ছে, প্রকাশ করলেন কবিতায় - কঙ্গনা রানাওয়াতের খবর

মৃত্যুর পর তাঁর ছাই কোথায় ভাসানো হবে ? 'রাখ', বাংলায় যার অর্থ ছাই, এই নামের একটি কবিতার মাধ্যমে উত্তর দিলেন কঙ্গনা রানাওয়াত । কবিতাটি কঙ্গনারই লেখা ।

kangana ranaut poem on death
kangana ranaut poem on death
author img

By

Published : Dec 27, 2020, 6:28 PM IST

মুম্বই : মাঝেমধ্যে কলম ধরেন কঙ্গনা রানাওয়াত । তাঁর লেখায় বেরিয়ে আসে অনেক ইচ্ছের কথা, শৈশবের কথা, ভালোলাগার কথা । 'রাখ' নামে এই কবিতাটিও ব্যতিক্রম নয় ।

সমুদ্রকে ভয় পান কঙ্গনা । তাই তিনি চান না যে, তাঁর মৃত্যুর পর তাঁর 'রাখ' অর্থাৎ ছাই কোনও নদীতে ভাসানো হোক । কারণ নদী তো কোনও সমুদ্রেই মিশবে । ভয় পাবেন কঙ্গনা ।

তাহলে উপায় ? সেটাও কবিতাতেই বলেছেন অভিনেত্রী । পাহাড়ের মেয়ে কঙ্গনা চান যে, তাঁর ছাই কোনও পাহাড় চূড়াতেই ছড়িয়ে দেওয়া হোক । রোদ্দুর এসে তাঁর গায়ে লাগবে, চাঁদের সঙ্গে কথাবার্তা চলবে তাঁর । মৃত্যুর পরেও যেন অন্য জীবনের খোঁজে কঙ্গনা ।

নিজে এই কবিতাটি আবৃত্তিও করেছেন অভিনেত্রী । আবেগতাড়িত গলায় এই কবিতার প্রতিটি শব্দ যেন মন ছুঁয়ে যায় । আপনারাও শুনুন...

মুম্বই : মাঝেমধ্যে কলম ধরেন কঙ্গনা রানাওয়াত । তাঁর লেখায় বেরিয়ে আসে অনেক ইচ্ছের কথা, শৈশবের কথা, ভালোলাগার কথা । 'রাখ' নামে এই কবিতাটিও ব্যতিক্রম নয় ।

সমুদ্রকে ভয় পান কঙ্গনা । তাই তিনি চান না যে, তাঁর মৃত্যুর পর তাঁর 'রাখ' অর্থাৎ ছাই কোনও নদীতে ভাসানো হোক । কারণ নদী তো কোনও সমুদ্রেই মিশবে । ভয় পাবেন কঙ্গনা ।

তাহলে উপায় ? সেটাও কবিতাতেই বলেছেন অভিনেত্রী । পাহাড়ের মেয়ে কঙ্গনা চান যে, তাঁর ছাই কোনও পাহাড় চূড়াতেই ছড়িয়ে দেওয়া হোক । রোদ্দুর এসে তাঁর গায়ে লাগবে, চাঁদের সঙ্গে কথাবার্তা চলবে তাঁর । মৃত্যুর পরেও যেন অন্য জীবনের খোঁজে কঙ্গনা ।

নিজে এই কবিতাটি আবৃত্তিও করেছেন অভিনেত্রী । আবেগতাড়িত গলায় এই কবিতার প্রতিটি শব্দ যেন মন ছুঁয়ে যায় । আপনারাও শুনুন...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.