ETV Bharat / sitara

জয়ললিতার চরিত্রে অভিনয়ের জন্য হরমোনের ওষুধ খেতেন কঙ্গনা - জয়ললিতার বায়োপিক

জয়ললিতার বায়োপিক নিয়ে তৈরি ছবিটি । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা । চরিত্রটিকে স্ক্রিনে ফুটিয়ে তুলতে অনেক কসরত করেছেন তিনি । প্রায় 6 কিলো ওজন বাড়াতে হয়েছে । আর তার জন্য হরমোনের ওসুধও খেয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী । মূলত পেট ও উরুর মেদ বাড়াতে তাঁকে ওষুধ খেতে হয় ।

Kangana
gh
author img

By

Published : Nov 26, 2019, 5:19 PM IST

মুম্বই : কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'থালাইভি' ছবিতে কঙ্গনার ফার্স্টলুক । আর সেই লুকের জন্য সমালোচকদের মুখেও পড়তে হয়েছে তাঁকে । অনেকেরই তাঁর লুক পছন্দ হয়নি । সে যাই হোক না কেন, এই লুক আনতে যথেষ্ট কসরত করতে হয়েছে তাঁকে । আর কীভাবে এই লুক এনেছেন তা খোলসা করলেন অভিনেত্রী নিজেই ।

জয়ললিতার বায়োপিক নিয়ে তৈরি ছবিটি । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা । চরিত্রটিকে স্ক্রিনে ফুটিয়ে তুলতে অনেক কসরত করেছেন তিনি । প্রায় 6 কিলো ওজন বাড়াতে হয়েছে । আর তার জন্য হরমোনের ওসুধও খেয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী । মূলত পেট ও উরুর মেদ বাড়াতে তাঁকে ওষুধ খেতে হয় ।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, "আমি রোগা ও লম্বা । মুখও গোল নয় । তাই যাতে আমাকে অন্য রকম দেখায় তার জন্য কম পাওয়ারের হরমোনের ওষুধ খেয়েছি । এর পাশাপাশি অনেক খাবারও খেতে হয়েছে ।" আর মুখ ও হাত যাতে ফোলা দেখায় তার জন্য প্রতিদিন 7 ঘণ্টা কসরত করে হত ।

সব ঠিক থাকলে 2020 সালে মুক্তি পাবে ছবিটি । পরিচালনায় এ এল বিজয় ।

এই ছবি ছাড়াও অশ্বিন আইয়ার তিওয়ারির 'পাঙ্গা' ছবিটি রয়েছে কঙ্গনার ঝুলিতে । ছবিতে রয়েছেন জেসি গিল, পঙ্কজ ত্রিপাঠী, রিচা চাড্ডা, নীনা গুপ্তা, রাজেশ তৈলাঙ্গ ।

মুম্বই : কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'থালাইভি' ছবিতে কঙ্গনার ফার্স্টলুক । আর সেই লুকের জন্য সমালোচকদের মুখেও পড়তে হয়েছে তাঁকে । অনেকেরই তাঁর লুক পছন্দ হয়নি । সে যাই হোক না কেন, এই লুক আনতে যথেষ্ট কসরত করতে হয়েছে তাঁকে । আর কীভাবে এই লুক এনেছেন তা খোলসা করলেন অভিনেত্রী নিজেই ।

জয়ললিতার বায়োপিক নিয়ে তৈরি ছবিটি । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা । চরিত্রটিকে স্ক্রিনে ফুটিয়ে তুলতে অনেক কসরত করেছেন তিনি । প্রায় 6 কিলো ওজন বাড়াতে হয়েছে । আর তার জন্য হরমোনের ওসুধও খেয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী । মূলত পেট ও উরুর মেদ বাড়াতে তাঁকে ওষুধ খেতে হয় ।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, "আমি রোগা ও লম্বা । মুখও গোল নয় । তাই যাতে আমাকে অন্য রকম দেখায় তার জন্য কম পাওয়ারের হরমোনের ওষুধ খেয়েছি । এর পাশাপাশি অনেক খাবারও খেতে হয়েছে ।" আর মুখ ও হাত যাতে ফোলা দেখায় তার জন্য প্রতিদিন 7 ঘণ্টা কসরত করে হত ।

সব ঠিক থাকলে 2020 সালে মুক্তি পাবে ছবিটি । পরিচালনায় এ এল বিজয় ।

এই ছবি ছাড়াও অশ্বিন আইয়ার তিওয়ারির 'পাঙ্গা' ছবিটি রয়েছে কঙ্গনার ঝুলিতে । ছবিতে রয়েছেন জেসি গিল, পঙ্কজ ত্রিপাঠী, রিচা চাড্ডা, নীনা গুপ্তা, রাজেশ তৈলাঙ্গ ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.