ETV Bharat / sitara

মানালিতে মরশুমের প্রথম তুষারপাত মিস করছেন কঙ্গনা - থালাইভি

বরফে ঢাকা নিজের বাড়ির ছবি আজ টুইটারে পোস্ট করেন কঙ্গনা । লেখেন, "কেয়ারটেকারদের থেকে আমার বাড়ির এই ছবিগুলি পেলাম । মানালিতে এই মরশুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে ।"

asd
sd
author img

By

Published : Nov 26, 2020, 2:27 PM IST

মুম্বই : 'থালাইভি'-র শুটিংয়ের জন্য গত সপ্তাহেই মানালি থেকে হায়দরাবাদ গিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত । যদিও তাঁর মন এখনও পড়ে রয়েছে সেই মানালির বাড়িতেই । আর মাঝে মধ্যেই বিভিন্ন ছবি পোস্ট করে সেকথা অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি । এবারও তার অন্যথা হয়নি ।

এই মুহূর্তে তুষারপাত হচ্ছে মানালিতে । আর বরফে ঢেকে গিয়েছে কঙ্গনার মানালির বাড়ি । পুরু বরফের চাদর ছেয়ে রয়েছে বাড়ির উপরে । সেই ছবি কঙ্গনাকে শেয়ার করেন তাঁদের বাড়ির কেয়ারটেকার ।

এরপর বরফে ঢাকা নিজের বাড়ির ছবি আজ টুইটারে পোস্ট করেন কঙ্গনা । লেখেন, "কেয়ারটেকারদের থেকে আমার বাড়ির এই ছবিগুলি পেলাম । মানালিতে এই মরশুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে ।" আর মানালিতে মরশুমের প্রথম তুষারপাত তিনি যে খুবই মিস করছেন সেটা তাঁর পোস্ট থেকেই বোঝা গিয়েছে ।

  • Received some chilling pictures of my house from my caretakers ha ha here’s a glimpse of first snow fall in Manali this morning ❄️ pic.twitter.com/3FX4ADKbtg

    — Kangana Ranaut (@KanganaTeam) November 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লকডাউনের সময় মুম্বই থেকে মানালির বাড়ি চলে গিয়েছিলেন কঙ্গনা । সেই সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে দেখা গিয়েছিল তাঁকে । কয়েক মাস বাড়িতে কাটানোর পর অবশেষে কাজে যোগ দিয়েছেন অভিনেত্রী ।

এখন একাধিক ছবি রয়েছে কঙ্গনার হাতে । সম্প্রতি হায়দরাবাদে 'থালাইভি'-র শুটিং করছেন তিনি । এর পাশাপাশি অ্যাকশন ছবি 'ধাকড়'-এর প্রস্তুতিও নিতে দেখা গিয়েছে তাঁকে । এছাড়াও তাঁর হাতে রয়েছে 'তেজস'-এর মতো ছবিও ।

মুম্বই : 'থালাইভি'-র শুটিংয়ের জন্য গত সপ্তাহেই মানালি থেকে হায়দরাবাদ গিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত । যদিও তাঁর মন এখনও পড়ে রয়েছে সেই মানালির বাড়িতেই । আর মাঝে মধ্যেই বিভিন্ন ছবি পোস্ট করে সেকথা অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি । এবারও তার অন্যথা হয়নি ।

এই মুহূর্তে তুষারপাত হচ্ছে মানালিতে । আর বরফে ঢেকে গিয়েছে কঙ্গনার মানালির বাড়ি । পুরু বরফের চাদর ছেয়ে রয়েছে বাড়ির উপরে । সেই ছবি কঙ্গনাকে শেয়ার করেন তাঁদের বাড়ির কেয়ারটেকার ।

এরপর বরফে ঢাকা নিজের বাড়ির ছবি আজ টুইটারে পোস্ট করেন কঙ্গনা । লেখেন, "কেয়ারটেকারদের থেকে আমার বাড়ির এই ছবিগুলি পেলাম । মানালিতে এই মরশুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে ।" আর মানালিতে মরশুমের প্রথম তুষারপাত তিনি যে খুবই মিস করছেন সেটা তাঁর পোস্ট থেকেই বোঝা গিয়েছে ।

  • Received some chilling pictures of my house from my caretakers ha ha here’s a glimpse of first snow fall in Manali this morning ❄️ pic.twitter.com/3FX4ADKbtg

    — Kangana Ranaut (@KanganaTeam) November 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লকডাউনের সময় মুম্বই থেকে মানালির বাড়ি চলে গিয়েছিলেন কঙ্গনা । সেই সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে দেখা গিয়েছিল তাঁকে । কয়েক মাস বাড়িতে কাটানোর পর অবশেষে কাজে যোগ দিয়েছেন অভিনেত্রী ।

এখন একাধিক ছবি রয়েছে কঙ্গনার হাতে । সম্প্রতি হায়দরাবাদে 'থালাইভি'-র শুটিং করছেন তিনি । এর পাশাপাশি অ্যাকশন ছবি 'ধাকড়'-এর প্রস্তুতিও নিতে দেখা গিয়েছে তাঁকে । এছাড়াও তাঁর হাতে রয়েছে 'তেজস'-এর মতো ছবিও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.