ETV Bharat / sitara

"সুশান্তের মৃত্যুর সত্যিটা জানতে চাই", CBI তদন্তের দাবি কঙ্গনা-কৃতি-অঙ্কিতার - kriti backs CBI

সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবি জানিয়েছেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি থেকে শুরু অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে ও কৃতি শ্যানন সহ একাধিক নেটিজ়েন ।

nmvmv
ghjg
author img

By

Published : Aug 13, 2020, 9:19 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রায় 2 মাস হতে চলল । কিন্তু, এখনও তাঁর আত্মহত্যার কারণ জানা যায়নি । তা জানতেই তদন্ত শুরু করেছিল মহারাষ্ট্র পুলিশ । যদিও সেই তদন্তের উপর ভরসা রাখতে না পেরে বিহারে FIR দায়ের করেন প্রয়াত অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং । এরপর সেই তদন্তভার CBI-এর হাতে তুলে দেওয়ার দাবিও জানান তিনি । যদিও সেই মামলা বিহার থেকে মুম্বইতে সরানোর দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান রিয়া চক্রবর্তী । শীর্ষ আদালতে চলছে সেই মামলার শুনানি । আর এর মধ্যেই সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবি জানিয়েছেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি থেকে শুরু অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে ও কৃতি শ্যানন সহ একাধিক নেটিজ়েন ।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন কঙ্গনা । যেখানে বলেন, "সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে আমরা CBI তদন্তের দাবি জানাচ্ছি । সত্যটা আমাদের জানার অধিকার আছে ।"

এই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "মুম্বই পুলিশ এই তদন্ত তাড়াতাড়ি শেষ করতে চাইছে, সঞ্জয় রাউত জানিয়েছেন তদন্ত প্রায় শেষের দিকে, আমাদের সত্যটা জানার অধিকার আছে ।"

এরপর সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবি জানান অঙ্কিতা লোখান্ডেও । একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি । সেখানে বলেন, "দেশের নাগরিকরা জানতে চান যে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কী হয়েছিল ।"

বাদ যাননি কৃতি শ্যাননও । ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন তিনি । লেখেন, "আমি প্রার্থনা করব যে সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে আসবে...তাঁর পরিবার, তাঁর বন্ধু ও ফ্যানদের এটা জানার অধিকার আছে...প্রার্থনা করব যে CBI এই তদন্তভার গ্রহণ করবে ও কোনও রাজনৈতিক চাপ ছাড়াই তারা সেটার তদন্ত করবে ।"

sdf
কৃতির পোস্ট

এদিকে আজ সকালে একটি ভিডিয়ো পোস্ট করে ভাইয়ের মৃত্যুতে CBI তদন্তের দাবি জানিয়েছিলেন শ্বেতা । তিনি বলেন, "আমরা চাই আপনারা সকলে একজোট হয়ে সুশান্তের জন্য CBI তদন্তের দাবি করুন । সত্যিটা জানার অধিকার আমাদের আছে । সুশান্তকে ন্যায় পাইয়ে দেওয়ার অধিকার আমাদের আছে ।"

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রায় 2 মাস হতে চলল । কিন্তু, এখনও তাঁর আত্মহত্যার কারণ জানা যায়নি । তা জানতেই তদন্ত শুরু করেছিল মহারাষ্ট্র পুলিশ । যদিও সেই তদন্তের উপর ভরসা রাখতে না পেরে বিহারে FIR দায়ের করেন প্রয়াত অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং । এরপর সেই তদন্তভার CBI-এর হাতে তুলে দেওয়ার দাবিও জানান তিনি । যদিও সেই মামলা বিহার থেকে মুম্বইতে সরানোর দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান রিয়া চক্রবর্তী । শীর্ষ আদালতে চলছে সেই মামলার শুনানি । আর এর মধ্যেই সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবি জানিয়েছেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি থেকে শুরু অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে ও কৃতি শ্যানন সহ একাধিক নেটিজ়েন ।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন কঙ্গনা । যেখানে বলেন, "সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে আমরা CBI তদন্তের দাবি জানাচ্ছি । সত্যটা আমাদের জানার অধিকার আছে ।"

এই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "মুম্বই পুলিশ এই তদন্ত তাড়াতাড়ি শেষ করতে চাইছে, সঞ্জয় রাউত জানিয়েছেন তদন্ত প্রায় শেষের দিকে, আমাদের সত্যটা জানার অধিকার আছে ।"

এরপর সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবি জানান অঙ্কিতা লোখান্ডেও । একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি । সেখানে বলেন, "দেশের নাগরিকরা জানতে চান যে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কী হয়েছিল ।"

বাদ যাননি কৃতি শ্যাননও । ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন তিনি । লেখেন, "আমি প্রার্থনা করব যে সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে আসবে...তাঁর পরিবার, তাঁর বন্ধু ও ফ্যানদের এটা জানার অধিকার আছে...প্রার্থনা করব যে CBI এই তদন্তভার গ্রহণ করবে ও কোনও রাজনৈতিক চাপ ছাড়াই তারা সেটার তদন্ত করবে ।"

sdf
কৃতির পোস্ট

এদিকে আজ সকালে একটি ভিডিয়ো পোস্ট করে ভাইয়ের মৃত্যুতে CBI তদন্তের দাবি জানিয়েছিলেন শ্বেতা । তিনি বলেন, "আমরা চাই আপনারা সকলে একজোট হয়ে সুশান্তের জন্য CBI তদন্তের দাবি করুন । সত্যিটা জানার অধিকার আমাদের আছে । সুশান্তকে ন্যায় পাইয়ে দেওয়ার অধিকার আমাদের আছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.