ETV Bharat / sitara

জার্নি শুরু ইমারজেন্সির, ইন্দিরা গান্ধির লুকস আনার কাজ শুরু বলিউড কুইনের - into the skin of' Indira Gandhi

বডি স্ক্যান করে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির লুকস আনার কাজ শুরু করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত । ভিডিয়ো পোস্ট করে ভক্তদের দিলেন বার্তা ।

জার্নি শুরু ইমারজেন্সির, ইন্দিরা গান্ধীর লুকস আনার কাজ শুরু বলিউড কুইনের
জার্নি শুরু ইমারজেন্সির, ইন্দিরা গান্ধীর লুকস আনার কাজ শুরু বলিউড কুইনের
author img

By

Published : Jun 24, 2021, 10:47 AM IST

মুম্বই, 24 জুন: বলিউডের অন্যতম ঠোঁটকাটা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত । এমন একটাও দিন থাকে না যেদিন তাঁকে নিয়ে ট্রোল হয় না । কখনও নিজের মন্তব্যের জেরে আবার কখনও অন্যের ব্যাপারে মন্তব্য করেন । বর্তমানে বলিউড কুইন রূপান্তরিত হয়েছেন কন্ট্রোভার্সি কুইনে । টুইটার তাঁর অ্যাকাউন্ট বন্ধ করেছে ৷ তাই নিজের সমস্ত আপডেট দেন ইনস্টাগ্রাম ।

বুধবার ভক্তদের জন্য সুখবর দিলেন বলিউড কুইন । নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে আপকামিং সিনেমা নিয়ে নয়া আপডেট দিলেন অভিনেত্রী । এবার তাঁকে দেখা যাবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকায় । যদিও তিনি আগেই জানিয়েছেন "ইমারজেন্সি" সিনেমাটি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির বায়োপিক নয় । শুধুমাত্র ভারতের রাজনৈতিক ইতিহাসের উল্লেখযোগ্য মুহূর্তগুলিকে তুলে ধরা হবে এই সিনেমায় । এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো পোস্ট করে লেখেন, ইমারজেন্সির জার্নি আজ থেকে শুরু । আজ বডি স্ক্যান করে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির লুকস আনার কাজ শুরু হল ।

জার্নি শুরু ইমারজেন্সির, ইন্দিরা গান্ধীর লুকস আনার কাজ শুরু বলিউড কুইনের
জার্নি শুরু ইমারজেন্সির, ইন্দিরা গান্ধির লুকস আনার কাজ শুরু বলিউড কুইনের

প্রসঙ্গত, কঙ্গনা বরাবরই নারীকেন্দ্রিক সিনেমার দিকে জোর দেন । তাঁকে পরবর্তী ধাকাড়, থালাইভি এবং তেজাস সিনেমায় দেখা যাবে । যদিও থালাইভির কাজ বহুদিন আগেই শেষ হয়েছে ৷ কিন্তু করোনা আবহে লকডাউন পরিস্থিতির জন্য এই সিনেমা এখনও মুক্তি পায়নি ।

জার্নি শুরু ইমারজেন্সির, ইন্দিরা গান্ধীর লুকস আনার কাজ শুরু বলিউড কুইনের
জার্নি শুরু ইমারজেন্সির, ইন্দিরা গান্ধির লুকস আনার কাজ শুরু বলিউড কুইনের

মুম্বই, 24 জুন: বলিউডের অন্যতম ঠোঁটকাটা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত । এমন একটাও দিন থাকে না যেদিন তাঁকে নিয়ে ট্রোল হয় না । কখনও নিজের মন্তব্যের জেরে আবার কখনও অন্যের ব্যাপারে মন্তব্য করেন । বর্তমানে বলিউড কুইন রূপান্তরিত হয়েছেন কন্ট্রোভার্সি কুইনে । টুইটার তাঁর অ্যাকাউন্ট বন্ধ করেছে ৷ তাই নিজের সমস্ত আপডেট দেন ইনস্টাগ্রাম ।

বুধবার ভক্তদের জন্য সুখবর দিলেন বলিউড কুইন । নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে আপকামিং সিনেমা নিয়ে নয়া আপডেট দিলেন অভিনেত্রী । এবার তাঁকে দেখা যাবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকায় । যদিও তিনি আগেই জানিয়েছেন "ইমারজেন্সি" সিনেমাটি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির বায়োপিক নয় । শুধুমাত্র ভারতের রাজনৈতিক ইতিহাসের উল্লেখযোগ্য মুহূর্তগুলিকে তুলে ধরা হবে এই সিনেমায় । এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো পোস্ট করে লেখেন, ইমারজেন্সির জার্নি আজ থেকে শুরু । আজ বডি স্ক্যান করে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির লুকস আনার কাজ শুরু হল ।

জার্নি শুরু ইমারজেন্সির, ইন্দিরা গান্ধীর লুকস আনার কাজ শুরু বলিউড কুইনের
জার্নি শুরু ইমারজেন্সির, ইন্দিরা গান্ধির লুকস আনার কাজ শুরু বলিউড কুইনের

প্রসঙ্গত, কঙ্গনা বরাবরই নারীকেন্দ্রিক সিনেমার দিকে জোর দেন । তাঁকে পরবর্তী ধাকাড়, থালাইভি এবং তেজাস সিনেমায় দেখা যাবে । যদিও থালাইভির কাজ বহুদিন আগেই শেষ হয়েছে ৷ কিন্তু করোনা আবহে লকডাউন পরিস্থিতির জন্য এই সিনেমা এখনও মুক্তি পায়নি ।

জার্নি শুরু ইমারজেন্সির, ইন্দিরা গান্ধীর লুকস আনার কাজ শুরু বলিউড কুইনের
জার্নি শুরু ইমারজেন্সির, ইন্দিরা গান্ধির লুকস আনার কাজ শুরু বলিউড কুইনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.