ETV Bharat / sitara

মন খারাপ কঙ্গনার - kangana shooting Thalaivi

আজ সকালে টুইটারে বোনপোকে আদর করার একটি ছবি পোস্ট করেন কঙ্গনা । সেখানে একে অপরকে চুম্বন করতে দেখা গিয়েছে । আর সেই বোনপোর কথা মনে পড়লেই মন খারাপ হয়ে যাচ্ছে তাঁর ।

asd
asd
author img

By

Published : Nov 22, 2020, 2:22 PM IST

মুম্বই : মানালি থেকে এখন অনেকটাই দূরে রয়েছেন কঙ্গনা রানাওয়াত । এই মুহূর্তে 'থালাইভি'-র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি । কিন্তু, তাঁর মন পড়ে রয়েছেন মানালিতেই । বোনপোর কথা খুবই মনে পড়ছে তাঁর ।

আজ সকালে টুইটারে বোনপোকে আদর করার একটি ছবি পোস্ট করেন কঙ্গনা । সেখানে একে অপরকে চুম্বন করতে দেখা গিয়েছে । আর এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "যখন আমরা শুটিংয়ের জন্য বাড়ি থেকে বের হচ্ছিলাম তখন ও বলেছিল, 'যেত না'। আমি বলেছিলাম, 'কাজ করতে হবে তাই যেতেই হবে'। তখন কিছুক্ষণ ও ভেবেছিল তারপর আমার কোলের উপর বসে পড়ে আর হাসি হাসি মুখে বলেছিল...ঠিক আছে যাও কিন্তু আমার সঙ্গে 2 মিনিট বসো...এখনও তার সেই মুখটা মনে পড়লে কান্না পাচ্ছে"।

  • When we left for the shoot, he said don’t go, I insisted I need to work, he looked thoughtful and immediately sat in my lap and said smilingly....ok you go but let me sit with you for two mins.... still get tears thinking about his face ❤️ pic.twitter.com/avGiwoLXLG

    — Kangana Ranaut (@KanganaTeam) November 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'থালাইভি'-তে জয়ললিতার চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে । কয়েকদিন আগেই এই ছবির শেষ অংশের শুটিংয়ের জন্য হায়দরাবাদে যান তিনি । আর মানালির বাড়ি থেকে বের হওয়ার সময় মন খারাপ হয়ে গিয়েছিল তাঁর । টুইট করে অনুরাগীদের সঙ্গে সেকথা শেয়ার করে নিয়েছিলেন তিনি ।

লিখেছিলেন, "বিদায় বলা সহজ নয়, তবে এবার পাহাড়কে বিদায় বলার সময় এসেছে । থালাইভি-র শেষ শিডিউলের শুটিং করতে হায়দরাবাদ যাচ্ছি । তারপর একের পর এক কাজ । মানালি আসার অবসর নেই এর মধ্যে ।"

  • It’s never easy to say bye but time to say bye to my mountains, leaving for last schedule of Thalaivi to Hyderabad, post that cos of back to back filming commitments might not be back in Manali anytime soon but thank you Himalayas for giving me shelter in testing times ❤️ pic.twitter.com/KNGKh8QmWB

    — Kangana Ranaut (@KanganaTeam) November 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যাই হোক এখন 'থালাইভি'-র পাশাপাশি 'ধাকড়' ছবির জন্যও প্রস্তুত হচ্ছেন কঙ্গনা । রীতিমতো শরীর চর্চা করছেন তিনি । সেই ছবিতে অ্যাকশন করতে দেখা যাবে তাঁকে ।

মুম্বই : মানালি থেকে এখন অনেকটাই দূরে রয়েছেন কঙ্গনা রানাওয়াত । এই মুহূর্তে 'থালাইভি'-র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি । কিন্তু, তাঁর মন পড়ে রয়েছেন মানালিতেই । বোনপোর কথা খুবই মনে পড়ছে তাঁর ।

আজ সকালে টুইটারে বোনপোকে আদর করার একটি ছবি পোস্ট করেন কঙ্গনা । সেখানে একে অপরকে চুম্বন করতে দেখা গিয়েছে । আর এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "যখন আমরা শুটিংয়ের জন্য বাড়ি থেকে বের হচ্ছিলাম তখন ও বলেছিল, 'যেত না'। আমি বলেছিলাম, 'কাজ করতে হবে তাই যেতেই হবে'। তখন কিছুক্ষণ ও ভেবেছিল তারপর আমার কোলের উপর বসে পড়ে আর হাসি হাসি মুখে বলেছিল...ঠিক আছে যাও কিন্তু আমার সঙ্গে 2 মিনিট বসো...এখনও তার সেই মুখটা মনে পড়লে কান্না পাচ্ছে"।

  • When we left for the shoot, he said don’t go, I insisted I need to work, he looked thoughtful and immediately sat in my lap and said smilingly....ok you go but let me sit with you for two mins.... still get tears thinking about his face ❤️ pic.twitter.com/avGiwoLXLG

    — Kangana Ranaut (@KanganaTeam) November 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'থালাইভি'-তে জয়ললিতার চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে । কয়েকদিন আগেই এই ছবির শেষ অংশের শুটিংয়ের জন্য হায়দরাবাদে যান তিনি । আর মানালির বাড়ি থেকে বের হওয়ার সময় মন খারাপ হয়ে গিয়েছিল তাঁর । টুইট করে অনুরাগীদের সঙ্গে সেকথা শেয়ার করে নিয়েছিলেন তিনি ।

লিখেছিলেন, "বিদায় বলা সহজ নয়, তবে এবার পাহাড়কে বিদায় বলার সময় এসেছে । থালাইভি-র শেষ শিডিউলের শুটিং করতে হায়দরাবাদ যাচ্ছি । তারপর একের পর এক কাজ । মানালি আসার অবসর নেই এর মধ্যে ।"

  • It’s never easy to say bye but time to say bye to my mountains, leaving for last schedule of Thalaivi to Hyderabad, post that cos of back to back filming commitments might not be back in Manali anytime soon but thank you Himalayas for giving me shelter in testing times ❤️ pic.twitter.com/KNGKh8QmWB

    — Kangana Ranaut (@KanganaTeam) November 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যাই হোক এখন 'থালাইভি'-র পাশাপাশি 'ধাকড়' ছবির জন্যও প্রস্তুত হচ্ছেন কঙ্গনা । রীতিমতো শরীর চর্চা করছেন তিনি । সেই ছবিতে অ্যাকশন করতে দেখা যাবে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.