ETV Bharat / sitara

'থালাইভি'-র শুটিং শেষে মানালিতে ফিরলেন কঙ্গনা - Thalaivi

গতকালই শেষ হয়েছে কঙ্গনা রানাওয়াতের আপকামিং ছবি 'থালাইভি'-র শুটিং । এখন আপাতত মানালির বাড়িতে সময় কাটাচ্ছেন তিনি ।

asd
asd
author img

By

Published : Oct 12, 2020, 12:06 PM IST

মানালি : 'থালাইভি'-র শুটিং নিয়ে ব্যস্থ ছিলেন কঙ্গনা রানাওয়াত । এতদিন হায়দরাবাদে শুটিং করছিলেন তিনি । গতকালই শেষ হয়েছে সেই ছবির শুটিং । তারপরই তড়িঘড়ি মানালিতে নিজের বাড়িতে চলে যান । এখন সেখানেই সময় কাটাচ্ছেন তিনি ।

'থালাইভি' ছবিতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে । দেশে কোরোনা থাবা বসানোর আগেই শুরু হয়েছিল ছবির শুটিং । কিন্তু, তারপর লকডাউন জারি হওয়ায় শুটিং বন্ধ করে দেওয়া হয় । লকডাউন শিথিল হওয়ার পর সরকারের অনুমতি মতো সব বিধিনিষেধ মেনে শুরু হয় একাধিক ছবির শুটিং । হায়দরাবাদেও চলছিল 'থালাইভি'-র শুটিংয়ের কাজ ।

যার কারণে কয়েকদিনের জন্য হায়দরাবাদ এসেছিলেন কঙ্গনা । আর এই ছবির মাধ্যমে 7 মাস পর শুটিং ফ্লোরে ফেরেন তিনি । গতকালই শেষ হয়েছে শুটিং । আর তারপরই মানালিতে ফিরে যান তিনি । এরপর আজ সকালে বাড়িতে সময় কাটানোর একটা ভিডিয়ো টুইটারে পোস্ট করেন । সেখানে ঘরের মধ্যে সকালের রোদ এসেছে পড়েছে । আর দূরে দেখা যাচ্ছে পাহাড় ।

  • Hydrabad was beautifully pleasant, here back in Himalayas autumn is melting in to winters, when sun shines like this it creates an enchanting glow, slight cold blended with warmth of the morning sun makes one intoxicated 🙂 pic.twitter.com/fM7ucyh2g3

    — Kangana Ranaut (@KanganaTeam) October 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবির ক্যাপশনে তিনি লেখেন, "হায়দরাবাদের আবহাওয়া খুবই মনোরম ছিল । আর এবার ফিরে এসেছি হিমালয়ের শরতে । যা ধীরে ধীরে শীতের আগমনের বার্তা দিচ্ছে । যখন সূর্যের বিকিরণ চারিদিক উজ্জ্বল করে তোলে আর সকালের সূর্যের উত্তাপের সঙ্গে মিশে থাকে হালকা শীতলতা যা যে কাউকে মাতাল করে দেবে ।"

মানালি : 'থালাইভি'-র শুটিং নিয়ে ব্যস্থ ছিলেন কঙ্গনা রানাওয়াত । এতদিন হায়দরাবাদে শুটিং করছিলেন তিনি । গতকালই শেষ হয়েছে সেই ছবির শুটিং । তারপরই তড়িঘড়ি মানালিতে নিজের বাড়িতে চলে যান । এখন সেখানেই সময় কাটাচ্ছেন তিনি ।

'থালাইভি' ছবিতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে । দেশে কোরোনা থাবা বসানোর আগেই শুরু হয়েছিল ছবির শুটিং । কিন্তু, তারপর লকডাউন জারি হওয়ায় শুটিং বন্ধ করে দেওয়া হয় । লকডাউন শিথিল হওয়ার পর সরকারের অনুমতি মতো সব বিধিনিষেধ মেনে শুরু হয় একাধিক ছবির শুটিং । হায়দরাবাদেও চলছিল 'থালাইভি'-র শুটিংয়ের কাজ ।

যার কারণে কয়েকদিনের জন্য হায়দরাবাদ এসেছিলেন কঙ্গনা । আর এই ছবির মাধ্যমে 7 মাস পর শুটিং ফ্লোরে ফেরেন তিনি । গতকালই শেষ হয়েছে শুটিং । আর তারপরই মানালিতে ফিরে যান তিনি । এরপর আজ সকালে বাড়িতে সময় কাটানোর একটা ভিডিয়ো টুইটারে পোস্ট করেন । সেখানে ঘরের মধ্যে সকালের রোদ এসেছে পড়েছে । আর দূরে দেখা যাচ্ছে পাহাড় ।

  • Hydrabad was beautifully pleasant, here back in Himalayas autumn is melting in to winters, when sun shines like this it creates an enchanting glow, slight cold blended with warmth of the morning sun makes one intoxicated 🙂 pic.twitter.com/fM7ucyh2g3

    — Kangana Ranaut (@KanganaTeam) October 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবির ক্যাপশনে তিনি লেখেন, "হায়দরাবাদের আবহাওয়া খুবই মনোরম ছিল । আর এবার ফিরে এসেছি হিমালয়ের শরতে । যা ধীরে ধীরে শীতের আগমনের বার্তা দিচ্ছে । যখন সূর্যের বিকিরণ চারিদিক উজ্জ্বল করে তোলে আর সকালের সূর্যের উত্তাপের সঙ্গে মিশে থাকে হালকা শীতলতা যা যে কাউকে মাতাল করে দেবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.