ETV Bharat / sitara

Kangana on Gangubai Kathiawadi : 180 ডিগ্রি ঘুরে আলিয়াকে বাদ দিয়ে গাঙ্গুবাঈয়ের প্রশংসা কঙ্গনার - 360 ডিগ্রি ঘুরে আলিয়াকে বাদ দিয়ে গাঙ্গুবাঈয়ের প্রশংসা কঙ্গনার

নিজের মত করে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির সাফল্য়ের প্রশংসা করলেন কঙ্গনা (Kangana Ranaut praises Gangubai Kathiawadi) ৷ যদিও আলিয়ার নাম মুখেও আনেননি তিনি ৷

Kangana Ranaut on Gangubai Kathiawadi
360 ডিগ্রি ঘুরে আলিয়াকে বাদ দিয়ে গাঙ্গুবাঈয়ের প্রশংসা কঙ্গনার
author img

By

Published : Feb 26, 2022, 1:39 PM IST

হায়দরাবাদ, 26 ফেব্রুয়ারি : 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিকে ঘিরেও কয়েকদিন আগেই বাদানুবাদে জড়াতে দেখা গিয়েছিল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবং আলিয়া ভাটকে ৷ তবে ছবি মুক্তির পর এবার নিজের মত করে ছবির সাফল্য়ের প্রশংসা করলেন কঙ্গনা (Kangana Ranaut praises Gangubai Kathiawadi) ৷ শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এবিষয়ে নিজের মতামত দিয়েছেন তিনি ৷

আজ সকালে, কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, "শুনে খুশি হলাম যে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে রেকর্ড-ভাঙা কালেকশনের মাধ্যমে ফের সিনেমা হলগুলি পুনরুজ্জীবিত হচ্ছে ৷ সাম্প্রতি একটি মহিলা কেন্দ্রিক চলচ্চিত্র যেখানে একজন বড় নায়ক এবং একজন সুপারস্টার পরিচালক আছেন তার মাধ্য়মে শুনেছি হিন্দি বেল্টেও কিছু ছোট ছোট পদক্ষেপ নেওয়া হচ্ছে । এগুলি ছোট ছোট পদক্ষেপ হতে পারে কিন্তু সেগুলো তুচ্ছ নয় । এখানে ভেন্টিলেটরে থাকা সিনেমা হলগুলোর জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ । দারুণ ।"

সরাসরি গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ছবির নাম না করলেও তাঁর ইঙ্গিত আলিয়া ভাট-অজয় দেবগণ এই নতুন ছবিটিই তা বুঝে নিতে অসুবিধা হয় না ৷ যদিও সপ্তাহখানেক আগেই কঙ্গনা এই ছবির ব্য়বসা নিয়ে বলতে গিয়ে ইনস্টায় কঙ্গনা লিখেছিলেন, 200 কোটি পুড়ে ছাই হল এমনকি আলিয়া এবং তাঁর বাবা তথা পরিচালক মহেশ ভাটকে একহাত নিতেও ছাড়েননি তিনি ৷ যদিও সেখানেও কোনও নাম উল্লেখ করেননি অভিনেত্রী ৷

Kangana Ranaut on Gangubai Kathiawadi
গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ছবির সাফল্য়ের প্রশংসা কঙ্গনার ইনস্টায়

আরও পড়ুন :'দাদাগিরি'র মঞ্চে এবার সন্ধ্যা, লতা, বাপ্পি স্মরণ

তিনি লেখেন, "এই শুক্রবার বক্স অফিসে 200 কোটি পুড়ে ছাই হয়ে যাবে... একজন পাপা (সিনেমা মাফিয়া ড্যাডি) কি পরি (যিনি একটি ব্রিটিশ পাসপোর্ট রাখতে পছন্দ করেন) ৷ কারণ বাবা প্রমাণ করতে চান যে রমকম বিম্বোও অভিনয় করতে পারে... সবচেয়ে বড় অসুবিধা ফিল্মের ভুল কাস্টিং... এই মানুষগুলো বদলাবে না ৷ এতে আশ্চর্যের কিছু নেই যে দক্ষিণ এবং হলিউডের ছবি কেন এত সামনে আসছে... এটাই বলিউডের নিয়তি যতদিন মুভি মাফিয়াদের ক্ষমতা আছে ৷"

হায়দরাবাদ, 26 ফেব্রুয়ারি : 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিকে ঘিরেও কয়েকদিন আগেই বাদানুবাদে জড়াতে দেখা গিয়েছিল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবং আলিয়া ভাটকে ৷ তবে ছবি মুক্তির পর এবার নিজের মত করে ছবির সাফল্য়ের প্রশংসা করলেন কঙ্গনা (Kangana Ranaut praises Gangubai Kathiawadi) ৷ শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এবিষয়ে নিজের মতামত দিয়েছেন তিনি ৷

আজ সকালে, কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, "শুনে খুশি হলাম যে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে রেকর্ড-ভাঙা কালেকশনের মাধ্যমে ফের সিনেমা হলগুলি পুনরুজ্জীবিত হচ্ছে ৷ সাম্প্রতি একটি মহিলা কেন্দ্রিক চলচ্চিত্র যেখানে একজন বড় নায়ক এবং একজন সুপারস্টার পরিচালক আছেন তার মাধ্য়মে শুনেছি হিন্দি বেল্টেও কিছু ছোট ছোট পদক্ষেপ নেওয়া হচ্ছে । এগুলি ছোট ছোট পদক্ষেপ হতে পারে কিন্তু সেগুলো তুচ্ছ নয় । এখানে ভেন্টিলেটরে থাকা সিনেমা হলগুলোর জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ । দারুণ ।"

সরাসরি গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ছবির নাম না করলেও তাঁর ইঙ্গিত আলিয়া ভাট-অজয় দেবগণ এই নতুন ছবিটিই তা বুঝে নিতে অসুবিধা হয় না ৷ যদিও সপ্তাহখানেক আগেই কঙ্গনা এই ছবির ব্য়বসা নিয়ে বলতে গিয়ে ইনস্টায় কঙ্গনা লিখেছিলেন, 200 কোটি পুড়ে ছাই হল এমনকি আলিয়া এবং তাঁর বাবা তথা পরিচালক মহেশ ভাটকে একহাত নিতেও ছাড়েননি তিনি ৷ যদিও সেখানেও কোনও নাম উল্লেখ করেননি অভিনেত্রী ৷

Kangana Ranaut on Gangubai Kathiawadi
গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ছবির সাফল্য়ের প্রশংসা কঙ্গনার ইনস্টায়

আরও পড়ুন :'দাদাগিরি'র মঞ্চে এবার সন্ধ্যা, লতা, বাপ্পি স্মরণ

তিনি লেখেন, "এই শুক্রবার বক্স অফিসে 200 কোটি পুড়ে ছাই হয়ে যাবে... একজন পাপা (সিনেমা মাফিয়া ড্যাডি) কি পরি (যিনি একটি ব্রিটিশ পাসপোর্ট রাখতে পছন্দ করেন) ৷ কারণ বাবা প্রমাণ করতে চান যে রমকম বিম্বোও অভিনয় করতে পারে... সবচেয়ে বড় অসুবিধা ফিল্মের ভুল কাস্টিং... এই মানুষগুলো বদলাবে না ৷ এতে আশ্চর্যের কিছু নেই যে দক্ষিণ এবং হলিউডের ছবি কেন এত সামনে আসছে... এটাই বলিউডের নিয়তি যতদিন মুভি মাফিয়াদের ক্ষমতা আছে ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.