ETV Bharat / sitara

ঋতুস্রাবের সময়তেও ব্রেক নেই, বেশ চাপে কর্মব্যস্ত কঙ্গনা - কঙ্গনা রানাওয়াতের খবর

ঋতুস্রাবের কয়েকটা দিনও কাজ থেকে ফাঁক পাননি কঙ্গনা রানাওয়াত । 2021 সালের প্রতিটি দিন কাটছে তাঁর চূড়ান্ত ব্যস্ততায় ।

kangana ranaut did not get a break even in her periods
kangana ranaut did not get a break even in her periods
author img

By

Published : Mar 6, 2021, 6:25 PM IST

মুম্বই : 2020 সালটা বাড়ি বসেই কেটেছে সবার । তাই 2021 সালে যেন সুনামির মতো বিশাল একটা ঢেউ উঠেছে কাজের । বিশেষ করে বিনোদন দুনিয়ায় কর্মব্যস্ততার শেষ নেই । আর বলিউডের অন্যতম নামী অভিনেত্রী হওয়ার সুবাদে একটি দিনও ফাঁকা পাচ্ছেন না কঙ্গনা ।

আজ তিনি হায়দরাবাদে, কাল তিনি মুম্বইতে, পরশু হয়তো তাঁকে দেখা যাবে মধ্যপ্রদেশে...এভাবেই দিন কাটছেন কঙ্গনার । মহিলাকেন্দ্রিক ছবিতে অভিনয় করছেন বলে, তাঁর সিনও অনেক বেশি । সব মিলিয়ে প্রবল চাপে কাটছে কঙ্গনার দিন ।

অভিনেত্রী টুইটারে লিখেছেন, 'থালাইভি-র ডাবিং করছি আজ । একটা দিনের জন্যও কোনও ব্রেক নেই আমার । এমনকী পিরিয়ডস-এর সময়তেও ছুটি পাইনি । 2021 সালের প্রথম দিন থেকে কাজ করে যাচ্ছি ।'

তবে এই নিয়ে অভিযোগ নেই কঙ্গনার । বরং কাজের মধ্যে থাকলেই ভালো থাকেন তিনি । টুইটারে টুইট করার ব্যস্ততা আবার আলাদা...

kangana ranaut did not get a break even in her periods
...

মুম্বই : 2020 সালটা বাড়ি বসেই কেটেছে সবার । তাই 2021 সালে যেন সুনামির মতো বিশাল একটা ঢেউ উঠেছে কাজের । বিশেষ করে বিনোদন দুনিয়ায় কর্মব্যস্ততার শেষ নেই । আর বলিউডের অন্যতম নামী অভিনেত্রী হওয়ার সুবাদে একটি দিনও ফাঁকা পাচ্ছেন না কঙ্গনা ।

আজ তিনি হায়দরাবাদে, কাল তিনি মুম্বইতে, পরশু হয়তো তাঁকে দেখা যাবে মধ্যপ্রদেশে...এভাবেই দিন কাটছেন কঙ্গনার । মহিলাকেন্দ্রিক ছবিতে অভিনয় করছেন বলে, তাঁর সিনও অনেক বেশি । সব মিলিয়ে প্রবল চাপে কাটছে কঙ্গনার দিন ।

অভিনেত্রী টুইটারে লিখেছেন, 'থালাইভি-র ডাবিং করছি আজ । একটা দিনের জন্যও কোনও ব্রেক নেই আমার । এমনকী পিরিয়ডস-এর সময়তেও ছুটি পাইনি । 2021 সালের প্রথম দিন থেকে কাজ করে যাচ্ছি ।'

তবে এই নিয়ে অভিযোগ নেই কঙ্গনার । বরং কাজের মধ্যে থাকলেই ভালো থাকেন তিনি । টুইটারে টুইট করার ব্যস্ততা আবার আলাদা...

kangana ranaut did not get a break even in her periods
...
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.