ETV Bharat / sitara

নিজের হাতে বাবা-মায়ের বাসগৃহ সাজালেন কঙ্গনা - কঙ্গনা রানাওয়াতের খবর

কঙ্গনা রানাওয়াত ও তাঁর বৌদি ঋতু মিলে একসঙ্গে সাজিয়ে তুললেন মুম্বইয়ের বাড়ি ৷ খোলামেলা বারান্দা আর সঙ্গে হালকা রঙের দেওয়াল যেন সতেজতা ছড়াচ্ছে সমগ্র সোশাল মিডিয়া জুড়ে ৷ মেয়ে আর বউমার এই কাজ দেখে খুশি কঙ্গনার বাবা-মাও ৷

Kangana's house decoration
Kangana's house decoration
author img

By

Published : Feb 28, 2021, 4:52 PM IST

মুম্বই : লাইমলাইট যেন পিছুই ছাড়তে চায় না কঙ্গনার ৷ কখনও তাঁর প্রাক্তনকে নিয়ে সমালোচনা ৷ আবার কখনও সোশাল মিডিয়াতে নিজের ব্যক্তিগত জীবনের মুহূর্ত বা নিজের মতামত পোস্ট করে কুইন সর্বদাই শিরোনামে ৷

সম্প্রতি কঙ্গনা ও তাঁর বৌদি ঋতু একসঙ্গে তাঁদের মুম্বইয়ের বাড়ির অন্দরসজ্জা করেছেন ৷ সোশাল মিডিয়ায় কঙ্গনা নিজেই শেয়ার করেছেন বাড়ির ছবি ৷ নিজে হাতে বাড়ির ছোটোখাটো ব্যাপার নজরে রেখেছেন অভিনেত্রী ।

পরিপাটিভাবে সাজানো বারান্দা, মুক্ত বাতাস ও হালকা সবুজ রঙের দেওয়াল..খুব সাধারণ অথচ সুন্দর । এই চাকচিক্যের ব্যস্ত শহর থেকে এক অন্যরকম দুনিয়াতে নিয়ে যাবে সকলকে ৷

মনে হয় দিনের শেষে বাড়ি ফিরে সমস্ত অস্থিরতাকে কাটিয়ে তোলার জন্যই কঙ্গনার পরিকল্পনা ৷ তাঁর মতে, অনেককেই অনুপ্রাণিত করবে এই অন্দরসজ্জা । দেখে নিন রানাওয়াত বাড়ির এক ঝলক...

  • Ritu and I worked on transforming my parents Mumbai house, sharing before and after pictures, how my parents preferred and what she wants, it was fun to work together with her on this, hope it inspires those who are interested in home decor🌸
    Before ( parents liked more earthy) pic.twitter.com/W3y9J7bg44

    — Kangana Ranaut (@KanganaTeam) February 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : লাইমলাইট যেন পিছুই ছাড়তে চায় না কঙ্গনার ৷ কখনও তাঁর প্রাক্তনকে নিয়ে সমালোচনা ৷ আবার কখনও সোশাল মিডিয়াতে নিজের ব্যক্তিগত জীবনের মুহূর্ত বা নিজের মতামত পোস্ট করে কুইন সর্বদাই শিরোনামে ৷

সম্প্রতি কঙ্গনা ও তাঁর বৌদি ঋতু একসঙ্গে তাঁদের মুম্বইয়ের বাড়ির অন্দরসজ্জা করেছেন ৷ সোশাল মিডিয়ায় কঙ্গনা নিজেই শেয়ার করেছেন বাড়ির ছবি ৷ নিজে হাতে বাড়ির ছোটোখাটো ব্যাপার নজরে রেখেছেন অভিনেত্রী ।

পরিপাটিভাবে সাজানো বারান্দা, মুক্ত বাতাস ও হালকা সবুজ রঙের দেওয়াল..খুব সাধারণ অথচ সুন্দর । এই চাকচিক্যের ব্যস্ত শহর থেকে এক অন্যরকম দুনিয়াতে নিয়ে যাবে সকলকে ৷

মনে হয় দিনের শেষে বাড়ি ফিরে সমস্ত অস্থিরতাকে কাটিয়ে তোলার জন্যই কঙ্গনার পরিকল্পনা ৷ তাঁর মতে, অনেককেই অনুপ্রাণিত করবে এই অন্দরসজ্জা । দেখে নিন রানাওয়াত বাড়ির এক ঝলক...

  • Ritu and I worked on transforming my parents Mumbai house, sharing before and after pictures, how my parents preferred and what she wants, it was fun to work together with her on this, hope it inspires those who are interested in home decor🌸
    Before ( parents liked more earthy) pic.twitter.com/W3y9J7bg44

    — Kangana Ranaut (@KanganaTeam) February 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.