মুম্বই : কঙ্গনা রানাওয়াত আর তাঁর দিদি রঙ্গোলি চান্দেলকে সমন পাঠানোর পর থেকেই সোশাল মিডিয়ায় একের পর এক উত্তেজক পোস্ট করে চলেছেন কঙ্গনা । পুরো ঘটনাটিকে তাঁর বিরুদ্ধে "ফ্যাসিস্ট মহারাষ্ট্র সরকারের ষড়যন্ত্র" বলেই মনে করছেন অভিনেত্রী ।
এই অবস্থায় খবর এল যে আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্টেও কঙ্গনার বিরুদ্ধে এক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে । এই শুনে আরও একবার ফেটে পড়লেন তিনি ।
কঙ্গনা তাঁর সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, "আমি সভরকর, নেতাজি বোস, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈকে পুজো করি । আজ সরকার আমায় জেলে ঢোকানোর জন্য উঠে পড়ে লেগেছে । এই ঘটনা আমায় আমার নেওয়া সিদ্ধান্তগুলোর প্রতি আরও আত্মবিশ্বাসী করে তুলছে ।"
"খুব তাড়াতাড়ি জেলে যাওয়ার অপেক্ষায় আছি । আমার আইডলরা জেলে যে যন্ত্রণা সহ্য করেছিলেন, আমিও সেই অভিজ্ঞতা পাওয়ার আশায় বসে আছি । সেটা আমার জীবনকে অন্য একটা মানে দেবে । জয় হিন্দ ।"...যোগ করেছেন কঙ্গনা ।
দেখে নিন তাঁর পোস্ট...
-
I worship people like Savarkar, Neta Bose and Rani of Jhansi. Today the government trying to put me in jail that makes me feel confident of my choices, waiting to be in jail soon n go through same miseries my idols were subjected to, it will give a meaning to my life, Jai Hind 🙏
— Kangana Ranaut (@KanganaTeam) October 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I worship people like Savarkar, Neta Bose and Rani of Jhansi. Today the government trying to put me in jail that makes me feel confident of my choices, waiting to be in jail soon n go through same miseries my idols were subjected to, it will give a meaning to my life, Jai Hind 🙏
— Kangana Ranaut (@KanganaTeam) October 23, 2020I worship people like Savarkar, Neta Bose and Rani of Jhansi. Today the government trying to put me in jail that makes me feel confident of my choices, waiting to be in jail soon n go through same miseries my idols were subjected to, it will give a meaning to my life, Jai Hind 🙏
— Kangana Ranaut (@KanganaTeam) October 23, 2020