মুম্বই, 3 জানুয়ারি : সিএএ-বিরোধী আন্দোলন এবং জেএনইউ-এ পড়ুয়াদের বিক্ষোভকে সমর্থন করার জন্য কয়েকজন বলিউড তারকাকে আক্রমণ করলেন কঙ্গনা রানাওয়াত । টুইটারে দীপিকা পাডুকোন, স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপ এবং তাপসী পান্নু-কে টেররিস্ট বলে উল্লেখ করেন তিনি । তাঁদের ফিল্মি ক্লাউন বলে উল্লেখ করে তিনি লেখেন, তাঁরা সন্ত্রাসবাদীদের চেয়ে কম নয় ।
তিনি টুইটারে লিখেছেন, "যারা জেএনইউ এবং শাহিনবাগের আন্দোলনকে সমর্থন করেছিল তারা দাঙ্গা উসকে দিতেও সহায়তা করেছে । এই তথাকথিত অভিনেতা-অভিনেত্রীরা সন্ত্রাসবাদীদের থেকে কম নয় । ভারত, জেগে ওঠো ।"
এখানেই থেমে না থেকে অপর একটি টুইটে তিনি দীপিকা, স্বরা, তাপসী এবং অনুরাগের ছবি শেয়ার করে লিখেছেন, "এখন এটি প্রমাণিত যে জেএনইউ-র পড়ুয়ারা সিএএ সম্পর্কে ভুল তথ্য ও মিথ্যাচার ছড়িয়েছে, তারা স্বীকার করেছে যে তারা ঘৃণা, মিথ্যা ও সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে অংশ নিয়েছিল । এই ফিল্মি ক্লাউনরা কি দেশবাসীর কাছে ক্ষমা চাইবে ? কিন্তু দিল্লির হিংসায় প্রাণহানির ক্ষতিপূরণ কে দেবে?"
তবে এই প্রথম নয় । এর আগেও একাধিকবার বলিউডের একাধিক তারকার সমালোচনা করেছেন কঙ্গনা । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউড ইন্ডাস্ট্রি ও শিবসেনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি । এমনকী মুম্বইকে "পাকিস্তান অধিকৃত কাশ্মীর" বলেও উল্লেখ করেছিলেন ।
আরও পড়ুন : মুম্বইকে "ভালোবাসার শহর" বলায় নাম না করে কঙ্গনাকে কটাক্ষ উর্মিলার