ETV Bharat / sitara

কঙ্গনার নতুন সঙ্গী এই জগ, কী বিশেষত্ব এই জগের?

সুদূর মধ্যপ্রদেশ থেকে এই মাটির জগ কিনে এনেছেন কঙ্গনা রানাওয়াত । না এটা কোনও ম্যাজিক জগ নয় যে, হাত ঢোকালেই ইচ্ছাপূরণ হবে । তাহলে কী বিশেষত্ব এই সাধারণ জগের ?

Kangana Ranaut earthen jug
Kangana Ranaut earthen jug
author img

By

Published : Mar 5, 2021, 6:09 PM IST

মুম্বই : দেশজ শিল্পের অনুরাগী কঙ্গনা রানাওয়াতের । দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতে পছন্দ করেন । সেখানকার শিল্প, সেখানকার মানুষের সঙ্গে পরিচিত হতে চান তিনি । 'ধাকড়'-এর শুটিং করতে মধ্যপ্রদেশে গেছিলেন অভিনেত্রী । সেখান থেকে নিয়ে এলেন একটি মাটির জগ ।

জলের সঙ্গে কোনও ফল বা সবজি কেটে এই জগের মধ্যে রাখলে বেশ সুন্দর একটা ড্রিঙ্ক তৈরি হয়ে যায় । সেই ড্রিঙ্ক অনেকক্ষণ ধরে কনকনে ঠান্ডা থাকে এবং তার মধ্যে থাকা ফল বা সবজির নির্যাসটা থেকে যায় ।

এই চমৎকার জগের জলে পিচ ফল কেটে এক রিফ্রেশিং পানীয় তৈরি করেছেন কঙ্গনা । সেটা পান করে তাঁর এত ভালো লেগেছে যে, টুইটারে শেয়ার না করে থাকতে পারেননি তিনি । শশা আর লেবুর থেকেও এখানে তৈরি হতে পারে স্বাস্থ্যকর পানীয়, পরামর্শ কঙ্গনার ।

  • Got this earthen jug from MP, I cut few peaches and soak in water, drink this antioxidants rich water, it comes out slightly sweet and very chilled.
    Tastes so good, try this with cucumber and lemon as well in Ayurveda it’s hugely recommended especially for people with high pitta. pic.twitter.com/4eDJaxhKto

    — Kangana Ranaut (@KanganaTeam) March 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঠান্ডা পানীয় খেয়ে কি কঙ্গনার মাথা ঠান্ডা হবে ? প্রশ্ন নেটিজেনদের ।

মুম্বই : দেশজ শিল্পের অনুরাগী কঙ্গনা রানাওয়াতের । দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতে পছন্দ করেন । সেখানকার শিল্প, সেখানকার মানুষের সঙ্গে পরিচিত হতে চান তিনি । 'ধাকড়'-এর শুটিং করতে মধ্যপ্রদেশে গেছিলেন অভিনেত্রী । সেখান থেকে নিয়ে এলেন একটি মাটির জগ ।

জলের সঙ্গে কোনও ফল বা সবজি কেটে এই জগের মধ্যে রাখলে বেশ সুন্দর একটা ড্রিঙ্ক তৈরি হয়ে যায় । সেই ড্রিঙ্ক অনেকক্ষণ ধরে কনকনে ঠান্ডা থাকে এবং তার মধ্যে থাকা ফল বা সবজির নির্যাসটা থেকে যায় ।

এই চমৎকার জগের জলে পিচ ফল কেটে এক রিফ্রেশিং পানীয় তৈরি করেছেন কঙ্গনা । সেটা পান করে তাঁর এত ভালো লেগেছে যে, টুইটারে শেয়ার না করে থাকতে পারেননি তিনি । শশা আর লেবুর থেকেও এখানে তৈরি হতে পারে স্বাস্থ্যকর পানীয়, পরামর্শ কঙ্গনার ।

  • Got this earthen jug from MP, I cut few peaches and soak in water, drink this antioxidants rich water, it comes out slightly sweet and very chilled.
    Tastes so good, try this with cucumber and lemon as well in Ayurveda it’s hugely recommended especially for people with high pitta. pic.twitter.com/4eDJaxhKto

    — Kangana Ranaut (@KanganaTeam) March 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঠান্ডা পানীয় খেয়ে কি কঙ্গনার মাথা ঠান্ডা হবে ? প্রশ্ন নেটিজেনদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.