ETV Bharat / sitara

'ধাকড়'-এর জন্য প্রস্তুত হচ্ছেন কঙ্গনা - Kangana Ranaut Thalaivi

টুইটারে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন কঙ্গনা । সেখানে বক্সিং গ্লাভস হাতে পরে কোচের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে । অন্য ছবিতে পরিচালক রজ়নেশ ঘাইয়ের সঙ্গে কথা বলতে তাঁকে দেখা গিয়েছে ।

asd
zsdf
author img

By

Published : Nov 20, 2020, 1:29 PM IST

মুম্বই : 'থালাইভি'-র শেষ অংশের শুটিং শুরু করেছেন কঙ্গনা রানাওয়াত । সেখানে জয়ললিতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে । আর তাই ভাইয়ের বিয়ে কাটিয়ে ইতিমধ্যেই মানালি থেকে শুটিংয়ের জন্য হায়দরাবাদে পৌঁছে গিয়েছেন তিনি । এছাড়া 'থালাইভি'-র শুটিংয়ের পাশাপাশি তাঁর পরবর্তী অ্যাকশন ছবি 'ধাকড়'-এর জন্য প্রস্তুতিও নিতে দেখা গিয়েছে তাঁকে ।

গত বছরের শেষের দিকে মুক্তি পেয়েছিল এই 'ধাকড়'-এর টিজ়ার । আর সেখানে অ্যাকশন অবতারে দেখা গিয়েছিল কঙ্গনাকে । তাই 'থালাইভি'-র শুটিংয়ের পাশাপাশি আজ থেকেই 'ধাকড়'-এর জন্য অনুশীলন শুরু করলেন তিনি ।

টুইটারে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন কঙ্গনা । সেখানে বক্সিং গ্লাভস হাতে পরে কোচের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে । অন্য ছবিতে পরিচালক রজ়নেশ ঘাইয়ের সঙ্গে কথা বলতে তাঁকে দেখা গিয়েছে ।

  • Don’t like to multitask, but in these times one needs to go back to the beginning in those days I worked like a horse,so along with filming Thalaivi I started action rehearsals with Jason NG/ @brettchanstunts for Dhakaad as well, also lovely to see my charming director @RazyGhai pic.twitter.com/RLxRlSTUnZ

    — Kangana Ranaut (@KanganaTeam) November 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ছবিগুলির ক্যাপশনে কঙ্গনা লেখেন, "আমি মাল্টিটাস্ক পছন্দ করি না । কিন্তু, এই সময় শুরুর দিনগুলিতে ফিরে যেতে হবে, যখন আমি ঘোড়ার মতো ছুটতাম । তাই 'থালাইভি'-র শুটিংয়ের সঙ্গে অ্যাকশন দৃশ্যের জন্য অনুশীলন শুরু করলাম ।"

কঙ্গনার 'থালাইভি' ছবিটি পরিচালনা করবেন এএল বিজয় । আর ছবিটি প্রযোজনা করবেন শৈলেশ আর সিং । একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি । এছাড়া সর্বেস মেওয়ারার 'তেজস' ছবিও রয়েছে তাঁর ঝুলিতে । সেখানে একজন পাইলটের চরিত্র অভিনয় করবেন তিনি ।

মুম্বই : 'থালাইভি'-র শেষ অংশের শুটিং শুরু করেছেন কঙ্গনা রানাওয়াত । সেখানে জয়ললিতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে । আর তাই ভাইয়ের বিয়ে কাটিয়ে ইতিমধ্যেই মানালি থেকে শুটিংয়ের জন্য হায়দরাবাদে পৌঁছে গিয়েছেন তিনি । এছাড়া 'থালাইভি'-র শুটিংয়ের পাশাপাশি তাঁর পরবর্তী অ্যাকশন ছবি 'ধাকড়'-এর জন্য প্রস্তুতিও নিতে দেখা গিয়েছে তাঁকে ।

গত বছরের শেষের দিকে মুক্তি পেয়েছিল এই 'ধাকড়'-এর টিজ়ার । আর সেখানে অ্যাকশন অবতারে দেখা গিয়েছিল কঙ্গনাকে । তাই 'থালাইভি'-র শুটিংয়ের পাশাপাশি আজ থেকেই 'ধাকড়'-এর জন্য অনুশীলন শুরু করলেন তিনি ।

টুইটারে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন কঙ্গনা । সেখানে বক্সিং গ্লাভস হাতে পরে কোচের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে । অন্য ছবিতে পরিচালক রজ়নেশ ঘাইয়ের সঙ্গে কথা বলতে তাঁকে দেখা গিয়েছে ।

  • Don’t like to multitask, but in these times one needs to go back to the beginning in those days I worked like a horse,so along with filming Thalaivi I started action rehearsals with Jason NG/ @brettchanstunts for Dhakaad as well, also lovely to see my charming director @RazyGhai pic.twitter.com/RLxRlSTUnZ

    — Kangana Ranaut (@KanganaTeam) November 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ছবিগুলির ক্যাপশনে কঙ্গনা লেখেন, "আমি মাল্টিটাস্ক পছন্দ করি না । কিন্তু, এই সময় শুরুর দিনগুলিতে ফিরে যেতে হবে, যখন আমি ঘোড়ার মতো ছুটতাম । তাই 'থালাইভি'-র শুটিংয়ের সঙ্গে অ্যাকশন দৃশ্যের জন্য অনুশীলন শুরু করলাম ।"

কঙ্গনার 'থালাইভি' ছবিটি পরিচালনা করবেন এএল বিজয় । আর ছবিটি প্রযোজনা করবেন শৈলেশ আর সিং । একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি । এছাড়া সর্বেস মেওয়ারার 'তেজস' ছবিও রয়েছে তাঁর ঝুলিতে । সেখানে একজন পাইলটের চরিত্র অভিনয় করবেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.