মুম্বই : সম্প্রতি কঙ্গনা রানাওয়াতের নতুন টার্গেট টুইটার । যেদিন থেকে টুইটার কর্তৃপক্ষ তাঁর পোস্টে নজরদারী শুরু করেছে, সেদিন থেকে এই প্ল্যাটফর্মকে ব্যান করার আবেদন জানিয়ে যাচ্ছেন তিনি । এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটা ছোটো পরামর্শ দিলেন কঙ্গনা ।
অভিনেত্রী লিখেছেন, "শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীজী, যোদ্ধা পৃথ্বীরাজ চৌহান যে ভুল করেছিলেন, আপনি সেই ভুল করবেন না । উনি অপরাধীদের ক্ষমা করে দিয়েছিলেন । আর সেটাই তাঁর ভুল ছিল ।"
কঙ্গনা যোগ করেছেন, "টুইটার যতই ক্ষমা চাক না কেন, আপনি একদম মাফ করবেন না । ভারতে একটি গৃহযুদ্ধ তৈরি করার পরিকল্পনা করেছিল ওরা ।#BanTwitterInIndia"
-
Honourable Prime Minister ji jo galti Great warrior Prithaviraj Chauhan ji ne ki thi woh bilkul mat karna .... uss galti ka naam tha maafi...@Twitter kitni bhi maafi mange bilkul maaf mat karna. They conspired for a civil war in India. #BanTwitterInIndia
— Kangana Ranaut (@KanganaTeam) February 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Honourable Prime Minister ji jo galti Great warrior Prithaviraj Chauhan ji ne ki thi woh bilkul mat karna .... uss galti ka naam tha maafi...@Twitter kitni bhi maafi mange bilkul maaf mat karna. They conspired for a civil war in India. #BanTwitterInIndia
— Kangana Ranaut (@KanganaTeam) February 11, 2021Honourable Prime Minister ji jo galti Great warrior Prithaviraj Chauhan ji ne ki thi woh bilkul mat karna .... uss galti ka naam tha maafi...@Twitter kitni bhi maafi mange bilkul maaf mat karna. They conspired for a civil war in India. #BanTwitterInIndia
— Kangana Ranaut (@KanganaTeam) February 11, 2021
সম্প্রতি টুইটারকে ব্যান করে কুঅ্যাপ ব্যবহার করার ডাক দিয়েছেন কঙ্গনা । তবে টুইটারে দাঁড়িয়ে টুইটারকেই ব্য়ান করা মানে গাছে উঠে ডাল কাটার মতো বোকামি নয় তো ? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা ।