মুম্বই : কঙ্গনা রানাওয়াতের সোশাল মিডিয়ায় সকাল সকাল এক দারুণ পোস্ট । না কারও কোনও সমালোচনা না করে, অভিনেত্রী প্রশংসায় ভরিয়ে দিলেন রাজস্থানের খেটে খাওয়া মহিলাদের । মরুভূমির শুষ্ক পরিবেশের মধ্যেও জীবনের রস আস্বাদন করছেন তারা, দেখে মুগ্ধ অভিনেত্রী ।
কঙ্গনা লিখেছেন, "মরুভূমির মহিলাদের জন্য এটা একটা অ্যাপ্রিসিয়েশন টুইট ।", মাথায় রঙিন ওড়না দেওয়া একদল রাজস্থানী মহিলার ছবি শেয়ার করেছেন তিনি ।
"রুক্ষ, শুষ্ক, বর্ণহীন পরিবেশের মধ্যেও ওঁরা জীবনের রস আস্বাদন করেন, ফসল ফলান, জল সঞ্চয়ের নানাবিধ পদ্ধতির উদ্ভাবন করেন । আর সবথেকে বড় কথা, ওঁরা নাচ করেন, গান করেন, ক্যাকটাসের মতো বেঁচে থাকলেও গোলাপের মতো প্রস্ফুটিত হন ওঁরা ।", কাব্যিক পোস্টে এই কথাগুলো যোগ করেছে কঙ্গনা ।
তিনি এমনই হতে চান, ঠিক ওই মরুভূমির মহিলাদের মতো । দেখে নিন তাঁর টুইট...
-
Appreciation tweet for desert women,from a colourless and deprived terrain they extracted life, cultivate many water conservation methods for cooking and life preservation, most importantly they sing and dance, they survive like cactus but look like roses, be a desert woman❤️ pic.twitter.com/XTQwZUKjLq
— Kangana Ranaut (@KanganaTeam) October 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Appreciation tweet for desert women,from a colourless and deprived terrain they extracted life, cultivate many water conservation methods for cooking and life preservation, most importantly they sing and dance, they survive like cactus but look like roses, be a desert woman❤️ pic.twitter.com/XTQwZUKjLq
— Kangana Ranaut (@KanganaTeam) October 30, 2020Appreciation tweet for desert women,from a colourless and deprived terrain they extracted life, cultivate many water conservation methods for cooking and life preservation, most importantly they sing and dance, they survive like cactus but look like roses, be a desert woman❤️ pic.twitter.com/XTQwZUKjLq
— Kangana Ranaut (@KanganaTeam) October 30, 2020