ETV Bharat / sitara

ভাই-বোনেদের ফ্ল্যাট উপহার দিলেন কঙ্গনা - কঙ্গনা রানাওয়াতের ফ্ল্যাট

ভাই বোনেদের ফ্ল্যাট উপহার দিলেন কঙ্গনা রানাওয়াত । দিদি রঙ্গোলি, ভাই অক্ষত আর চণ্ডীগড়ের দুই তুতো ভাই-বোনকে চার কোটি মূল্য়ের এই প্রপার্টি উপহার দিলেন অভিনেত্রী ।

kangana ranaut buys flat for siblings
kangana ranaut buys flat for siblings
author img

By

Published : Feb 2, 2021, 5:14 PM IST

মুম্বই : ভাই-বোনের সঙ্গে বরাবরই খুব ভালো সম্পর্ক কঙ্গনা রানাওয়াতের । দিদি রঙ্গোলি তো তাঁর ছায়াসঙ্গী কাম ম্যানেজার । ভাই-বোনকে শুধু মুখের কথায় ভালোবাসেন না কঙ্গনা । তাদের মাঝেমধ্যে উপহারে ভরিয়ে দেন তিনি ।

সম্প্রতি দিদি রঙ্গোলি, ভাই অক্ষত আর চণ্ডীগড়ের দুই তুতো ভাই-বোনকে আলাদা আলাদা চারটি ফ্ল্যাট উপহার দিলেন কঙ্গনা । শোনা যাচ্ছে বিলাসবহুল এই ফ্ল্যাটগুলির মূল্য চার কোটি টাকা করে ।

কঙ্গনা জানিয়েছেন, "আমি সবসময় পরিবারের সঙ্গে নিজের সম্পদ ভাগ করে নিতে চাই । আনন্দ ভাগ করলে বাড়ে । ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলো 2023 সালের মধ্যে তৈরি হয়ে যাবে ।"

পরিবারের জন্য এটা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন কঙ্গনা । সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থা 'মণিকর্ণিকা ফিল্মস' খুলেছেন তিনি । রয়েছে একের পর এক ছবি করার প্রস্তাবও । সব মিলিয়ে সময়টা ভালোই কাটছে অভিনেত্রীর ।

মুম্বই : ভাই-বোনের সঙ্গে বরাবরই খুব ভালো সম্পর্ক কঙ্গনা রানাওয়াতের । দিদি রঙ্গোলি তো তাঁর ছায়াসঙ্গী কাম ম্যানেজার । ভাই-বোনকে শুধু মুখের কথায় ভালোবাসেন না কঙ্গনা । তাদের মাঝেমধ্যে উপহারে ভরিয়ে দেন তিনি ।

সম্প্রতি দিদি রঙ্গোলি, ভাই অক্ষত আর চণ্ডীগড়ের দুই তুতো ভাই-বোনকে আলাদা আলাদা চারটি ফ্ল্যাট উপহার দিলেন কঙ্গনা । শোনা যাচ্ছে বিলাসবহুল এই ফ্ল্যাটগুলির মূল্য চার কোটি টাকা করে ।

কঙ্গনা জানিয়েছেন, "আমি সবসময় পরিবারের সঙ্গে নিজের সম্পদ ভাগ করে নিতে চাই । আনন্দ ভাগ করলে বাড়ে । ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলো 2023 সালের মধ্যে তৈরি হয়ে যাবে ।"

পরিবারের জন্য এটা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন কঙ্গনা । সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থা 'মণিকর্ণিকা ফিল্মস' খুলেছেন তিনি । রয়েছে একের পর এক ছবি করার প্রস্তাবও । সব মিলিয়ে সময়টা ভালোই কাটছে অভিনেত্রীর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.