মুম্বই : মেয়ে নায়সা আর ছেলে যুগ যেন কাজল আর অজয়ের নয়নের মণি । শত কাজের মধ্যেও ছেলেমেয়েকে সময় দিতে একেবারে ভোলেন না দুই তারকা । আজ মেয়ের 17 তম জন্মদিনে আবেগপ্রবণ বাবা-মা ।
কাজল ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন । সেখানে নায়সার এই 17 বছরের জার্নিটা যেন ফুটে উঠেছে একগুচ্ছ ছবির মাধ্যমে ।
ক্যাপশনে কাজল লিখেছেন, "অলমোস্ট একজন অ্যাডাল্ট । এই পুরো 17 টা বছর আর আমার হৃদয়ের একটা টুকরো । এই পৃথিবীর সবথেকে সুন্দরী মেয়েটিকে হ্য়াপি বার্থডে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অজয়ও তেমন ভাবেই মেয়ে নায়সার সঙ্গে নিজের একটি সেলফি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের । লিখেছেন, "হ্যাপি বার্থডে ডিয়ার ডটার । জীবনের প্রতিটা দিন তুমি আনন্দে থাক । বাড়িতে থাক, সুস্থ থাক ।"
নীল টি-শার্ট পরা অজয়ের পাশে টপ অ্যান্ড স্কার্টে বেশ লাগছে নায়সাকে । দেখে নিন অজয়ের পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">