মুম্বই : কোভিডকে 'টিচার অফ দ্য ইয়ার'-এর অ্যাওয়ার্ড দেবেন কাজল । কারণটাও পরিষ্কার করেছেন অভিনেত্রী ।
কোভিড আমাদের অনেক যন্ত্রণা দিয়েছে । তবে শিখিয়েছে অনেককিছু । পরিবারের মানুষের সঙ্গে সময় কাটানো, নূন্যতম রসদে বেঁচে থাকা, একে অপরের পাশে দাঁড়ানো, অন্যের ব্যাপারে নাক না গলিয়ে নিজেকে ঋদ্ধ করা..এই সব শিখিয়েছে এই অতিমারী ।
আর ঠিক এই কারণেই কোভিডকে 'টিচার অফ দ্য ইয়ার'-এর অ্যাওয়ার্ড দেবেন কাজল । তিনি লিখেছেন, "কোভিড আমাদের শিখিয়েছে, জীবনটা আসলে কী, সরলতা এবং আধ্যাত্মিকতা কী ?"
কাজল খুব একটা ভুল কিছু লেখেননি । তাঁর ভাবনার গভীরতা বুঝতে পেরেছেন নেটিজেনরা । দেখে নিন পোস্ট..