ETV Bharat / sitara

'কভি খুশ কভি গম' চলাকালীন গর্ভপাত হয় কাজলের.. - কাজলের খবর

'কভি খুশি কভি গম' কাজলের ক্যারিয়ারে এক অন্যতম মাইলস্টোন ফিল্ম । কিন্তু, সেই ফিল্ম চলাকালীন গর্ভপাত হয় কাজলের ।

Kajol Miscarriage during K3G
Kajol Miscarriage during K3G
author img

By

Published : Jan 9, 2020, 9:25 PM IST

মুম্বই : 'কভি খুশি কভি গম' ছবির শুটিং চলাকালীন একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কাজল । তবে তাঁর অভিনয় দেখে তা বোঝার উপায় ছিল না । এখনও পুরোনো সময়ের কথা ভাবলে কষ্ট হয় অভিনেত্রীর ।

সম্প্রতি এক সোশাল প্ল্যাটফর্মে কথা বলতে গিয়ে কাজল বলেন, "কভি খুশ কভি গম-এর সময়ে আমি প্রেগনেন্ট ছিলাম । তবে আমার মিসক্যারেজ হয়ে যায় । আমি ওই দিন হাসপাতালে ছিলাম । ছবিটা খুব ভালো সাড়া পেয়েছিল, তবে সময়টা একেবারেই ভালো ছিল না ।"

Kajol Miscarriage during K3G
বোল্ড অ্যান্ড বিউটিফুল

শুধু একবারই নয়, দু'বার গর্ভপাত হয় কাজলের । অভিনেত্রী বললেন, "এরপরেও আমার একবার গর্ভপাত হয় । খুবই কঠিন ছিল সেটা । তবে ধীরে ধীরে ব্যাপারটা কাজ করে, আমাদের জীবনে যুগ ও নায়সা আসে, আমাদের পরিবার পরিপূর্ণ হয়ে যায় ।"

কথা বলতে বলতে কাজল সেই মুহূর্তটিও মনে করেন, যখন তাঁর সঙ্গে প্রথমবার দেখা হয় অজয়ের । 25 বছর আগে 'হালচাল' ছবির সেটে দেখা হয় তাঁদের দু'জনের । অজয়কে সেটের কোণে গম্ভীরভাবে বসে থাকতে দেখে প্রথমে কাজল মনে মনে খারাপ কথা বলেন অজয়ের ব্যাপারে । কিন্তু, যখন কথা বলতে শুরু করেন, বলতেই থাকেন । বন্ধুত্ব প্রেমের রূপ পায়, প্রেম গড়ায় বিবাহে ।

Kajol Miscarriage during K3G
মেয়ের সঙ্গে..

অজয় আর কাজল ফের একবার বড় পরদায় আসছেন । 'তানহাজি : দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার' ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যাবে । ছবির মুক্তি আগামীকাল ।

মুম্বই : 'কভি খুশি কভি গম' ছবির শুটিং চলাকালীন একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কাজল । তবে তাঁর অভিনয় দেখে তা বোঝার উপায় ছিল না । এখনও পুরোনো সময়ের কথা ভাবলে কষ্ট হয় অভিনেত্রীর ।

সম্প্রতি এক সোশাল প্ল্যাটফর্মে কথা বলতে গিয়ে কাজল বলেন, "কভি খুশ কভি গম-এর সময়ে আমি প্রেগনেন্ট ছিলাম । তবে আমার মিসক্যারেজ হয়ে যায় । আমি ওই দিন হাসপাতালে ছিলাম । ছবিটা খুব ভালো সাড়া পেয়েছিল, তবে সময়টা একেবারেই ভালো ছিল না ।"

Kajol Miscarriage during K3G
বোল্ড অ্যান্ড বিউটিফুল

শুধু একবারই নয়, দু'বার গর্ভপাত হয় কাজলের । অভিনেত্রী বললেন, "এরপরেও আমার একবার গর্ভপাত হয় । খুবই কঠিন ছিল সেটা । তবে ধীরে ধীরে ব্যাপারটা কাজ করে, আমাদের জীবনে যুগ ও নায়সা আসে, আমাদের পরিবার পরিপূর্ণ হয়ে যায় ।"

কথা বলতে বলতে কাজল সেই মুহূর্তটিও মনে করেন, যখন তাঁর সঙ্গে প্রথমবার দেখা হয় অজয়ের । 25 বছর আগে 'হালচাল' ছবির সেটে দেখা হয় তাঁদের দু'জনের । অজয়কে সেটের কোণে গম্ভীরভাবে বসে থাকতে দেখে প্রথমে কাজল মনে মনে খারাপ কথা বলেন অজয়ের ব্যাপারে । কিন্তু, যখন কথা বলতে শুরু করেন, বলতেই থাকেন । বন্ধুত্ব প্রেমের রূপ পায়, প্রেম গড়ায় বিবাহে ।

Kajol Miscarriage during K3G
মেয়ের সঙ্গে..

অজয় আর কাজল ফের একবার বড় পরদায় আসছেন । 'তানহাজি : দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার' ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যাবে । ছবির মুক্তি আগামীকাল ।

Intro:Body:

'কভি খুশ কভি গম' চলাকালীন গর্ভপাত হয় কাজলের..



'কভি খুশি কভি গম' কাজলের ক্যারিয়ারে এক অন্যতম মাইলস্টোন ফিল্ম । কিন্তু, সেই ফিল্ম চলাকালীন গর্ভপাত হয় কাজলের ।



মুম্বই : 'কভি খুশি কভি গম' ছবির শুটিং চলাকালীন একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কাজল । তবে তাঁর অভিনয় দেখে তা বোঝার উপায় ছিল না । এখনও পুরোনো সময়ের কথা ভাবলে কষ্ট হয় অভিনেত্রীর ।



সম্প্রতি এক সোশাল প্ল্যাটফর্মে কথা বলতে গিয়ে কাজল বলেন, "কভি খুশ কভি গম-এর সময়ে আমি প্রেগনেন্ট ছিলাম । তবে আমার মিসক্যারেজ হয়ে যায় । আমি ওই দিন হাসপাতালে ছিলাম । ছবিটা খুব ভালো করে, তবে সময়টা একেবারেই ভালো ছিল না ।"



শুধু একবারই নয়, দু'বার গর্ভপাত হয় কাজলের । অভিনেত্রী বললেন, "এরপরেও আমার একবার গর্ভপাত হয় । খুবই কঠিন ছিল সেটা । তবে ধীরে ধীরে ব্যাপারটা কাজ করে, আমাদের জীবনে যুগ ও নায়সা আসে, আমাদের পরিবার পরিপূর্ণ হয়ে যায় ।"



কথা বলতে বলতে কাজল সেই মুহূর্তটিও মনে করেন, যেখানে তাঁর সঙ্গে প্রথমবার দেখা হয় অজয়ের । 25 বছর আগে 'হালচাল' ছবির সেটে দেখা হয় তাঁদের দু'জনের । অজয়কে সেটের কোণে গম্ভীরভাবে বসে থাকতে দেখে প্রথমে কাজল মনে মনে খারাপ কথা বলেন অজয়ের ব্যাপারে । কিন্তু, যখন কথা বলতে শুরু করেন, বলতেই থাকেন । বন্ধুত্ব প্রেমের রূপ পায়, প্রেম গড়ায় বিবাহে ।



অজয় আর কাজল ফের একবার বড় পরদায় আসছেন । 'তানহাজি : দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার' ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যাবে । ছবির মুক্তি আগামীকাল ।   


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.