মুম্বই : কথায় বলে চোখ নাকি মনের আয়না । যতই ভাবি যে, নিজের ভিতরটা প্রকাশ করব না, চোখের ভাষা সেটা হতে দিচ্ছে কই ? একই জিনিস বারবার ঘটে কাজলের সঙ্গেও । ডিপ্লোমেটিক হতে চেয়েও বারবার ব্যর্থ হন তিনি ।
ইনস্টাগ্রামে একটা থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন কাজল । সেই অল্পবয়সী কাজল, তাঁর বুদ্ধিদীপ্ত মুখে তীক্ষ্ণতার ছোঁয়া, ঠোঁটে আলতো হাসি । আর কাজলের USP, তাঁর চোখ দু'টো..মুখে কিছু না বলেও চোখ দিয়ে অনেক কিছু বলে যেতে পারেন অভিনেত্রী । এই ছবিতেও কাজলের চোখে ইঙ্গিতপূর্ণ ভাষা ।
ছবিটির উপরে লেখা, "যখন আমি ভাবি যে, ডিপ্লোমেটিক হব, কিন্তু আমার মুখ সবকিছু বলে দেয়..."
ক্যাপশনে কাজল বুঝিয়ে দিয়েছেন যে, "এখনও ঠিক আগের মতোই আছি..." অর্থাৎ একটুও বদলাননি তিনি । স্পষ্টবক্তা হিসেবে সুনাম বা বদনাম আছে কাজলের । সেটা নিজেই স্বীকার করে নিলেন অভিনেত্রী ।
দেখে নিন তাঁর পোস্ট....
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">