মুম্বই : টিম ইন্ডিয়াকে বর্ডার গাভাসকাল ট্রফিতে ঘুরে দাঁড়ানোর জন্য উৎসাহিত করলেন অমিতাভ বচ্চন । "ধাক্কার জবাব দিতে হবে কামব্যাকের মাধ্যমে !!" কার্যত ভারতীয় দলকে এই ভাবেই উৎসাহিত করেন তিনি । তাঁর মতে, ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিন ভারতীয় দলের কাছে নিছক একটা খারাপ দিন ছিল । আর এমন খারাপ দিন সবার জীবনেই আসে বলে মনে করেন তিনি ।
এ প্রসঙ্গে টুইটারে অমিতাভ লেখেন, "ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট..!! দুশ্চিন্তা কোরো না টিম ইন্ডিয়া...নিছক একটা খারাপ দিন...আমরা ঘুরে দাঁড়াতে পারি...আমাদের সবার জীবনেই খারাপ দিন আসে...তবে...ধাক্কার জবাব দেওয়া যাবে কামব্যাকেই !!"
-
T 3758 - Ind v Aust 1st test .. !! Don't worry Team India .. just a bad day .. we shall get back .. we all have bad days .. BUT ..
— Amitabh Bachchan (@SrBachchan) December 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Set Back ka jawab Comeback se denge !!
">T 3758 - Ind v Aust 1st test .. !! Don't worry Team India .. just a bad day .. we shall get back .. we all have bad days .. BUT ..
— Amitabh Bachchan (@SrBachchan) December 20, 2020
Set Back ka jawab Comeback se denge !!T 3758 - Ind v Aust 1st test .. !! Don't worry Team India .. just a bad day .. we shall get back .. we all have bad days .. BUT ..
— Amitabh Bachchan (@SrBachchan) December 20, 2020
Set Back ka jawab Comeback se denge !!
ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে 36 রানে গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস । ডান হাতে চোট পাওয়ায় খেলার মাঝেই মাঠ ছাড়তে হয়েছিল শামিকে । ভারতের হয়ে সর্বোচ্চ 9 রান করেন ময়াঙ্ক আগারওয়াল । অন্যদিকে প্যাট কামিন্সের বলে ক্যামেরুন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে 4 রানে মাঠ ছাড়েন অধিনায়ক বিরাট কোহলি । জবাবে ব্যাট করতে নেমে মাত্র 2 উইকেট হারিয়ে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় অস্ট্রেলিয়া ।
আর ভারতীয় দলের এই খারাপ পারফরম্যান্সের পরই সোশাল মিডিয়ায় ট্রোলড হন কোহলি । এমনকী, তাঁর খারাপ পারফরম্যান্সের জন্য দায়ি করা হয় অনুষ্কা শর্মাকে । সেখানেই ভারতীয় দলের পাশে দাঁড়ান অমিতাভ । তাঁদের উৎসাহিত করার চেষ্টা করেন তিনি ।