মুম্বই : বহু প্রতীক্ষার পর মুক্তি পেল 'জাজমেন্টাল হ্যায় কেয়া'-র ট্রেলার। নামের সঙ্গে তাল মিলিয়ে ছবির ট্রেলারও বেশ নতুনত্বের স্বাদ দিল দর্শককে।
এখানে কঙ্গনাকে শুরু থেকেই তথাকথিত 'অস্বাভাবিক' ভাবে দেখানো হয়েছে। 'স্বাভাবিক' কেশব অর্থাৎ রাজকুমারকে দেখলে সে চমকে যায়। কিন্তু, কেশবও খুব একটা সাধারণ বা স্বাভাবিক নয়। তার জীবনেও রয়েছে অনেক স্তর।
এরপর দু'জনে জড়িয়ে পড়ল একটা খুনের মামলায়। দু'জনই দু'জনকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়। এদিকে পুলিশের প্রাণ ওষ্ঠাগত এই দুই 'অস্বাভাবিক' মানুষের জ্বালায়।
২ মিনিট ৩৭ সেকেন্ডের এই ট্রেলার মন কাড়বেই দর্শকের। দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">