ETV Bharat / sitara

সীমান্ত পাড়ের প্রেম নিয়ে আসছেন অদিতি-জন - John Aditi first look

আজ ফার্স্টলুকের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন অদিতি । সেখানে ঘাগরা চোলি পরতে দেখা গিয়েছে তাঁকে । ছবিতে তাঁর ঠিক পিছনেই বসে রয়েছেন জন । মাথায় টারবান পরতে দেখা গিয়েছে অভিনেতাকে ।

োে্
োে্
author img

By

Published : Aug 26, 2020, 1:46 PM IST

মুম্বই : প্রকাশ্যে এল আপকামিং ছবিতে অদিতি রাও হায়দারি ও জন আব্রাহামের ফার্স্টলুক । তবে ছবির নাম এখনও ঠিক হয়নি । সীমান্ত পাড়ের প্রেমকে কেন্দ্র করেই তৈরি হবে ছবিটি । ছবিতে দেখা যাবে অর্জুন কাপুর ও রকুল প্রীম সিংকেও ।

আজ ফার্স্টলুকের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন অদিতি । সেখানে ঘাগরা চোলি পরতে দেখা গিয়েছে তাঁকে । ছবিতে তাঁর ঠিক পিছনেই বসে রয়েছেন জন । মাথায় টারবান পরতে দেখা গিয়েছে অভিনেতাকে ।

এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি হবে কাশিভ নায়েরের । ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন ভূষণ কুমার, জন আব্রাহাম, নিখিল আদবানি, মধু ভোজওয়ানি, কৃষণ কুমার ও মণীষা আদবানি ।

24 অগাস্ট থেকে শুরু হয়েছে শুটিং । চলবে সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত । তারপর কয়েকদিন ব্রেক দিয়ে ফের সেপ্টেম্বরের শেষে 4 দিন শুটিং করা হবে বলে জানা গিয়েছে ।

দেশে কোরোনা থাবা বসানোর আগে 2019-এর নভেম্বরে এই ছবির শুটিং করছিলেন রকুল প্রীত ও অর্জুন । বাকি ছবির মতো লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় এই ছবির শুটিংও । এখন সেই বাকি থাকার অংশেরই শুটিং চলছে ।

মুম্বই : প্রকাশ্যে এল আপকামিং ছবিতে অদিতি রাও হায়দারি ও জন আব্রাহামের ফার্স্টলুক । তবে ছবির নাম এখনও ঠিক হয়নি । সীমান্ত পাড়ের প্রেমকে কেন্দ্র করেই তৈরি হবে ছবিটি । ছবিতে দেখা যাবে অর্জুন কাপুর ও রকুল প্রীম সিংকেও ।

আজ ফার্স্টলুকের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন অদিতি । সেখানে ঘাগরা চোলি পরতে দেখা গিয়েছে তাঁকে । ছবিতে তাঁর ঠিক পিছনেই বসে রয়েছেন জন । মাথায় টারবান পরতে দেখা গিয়েছে অভিনেতাকে ।

এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি হবে কাশিভ নায়েরের । ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন ভূষণ কুমার, জন আব্রাহাম, নিখিল আদবানি, মধু ভোজওয়ানি, কৃষণ কুমার ও মণীষা আদবানি ।

24 অগাস্ট থেকে শুরু হয়েছে শুটিং । চলবে সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত । তারপর কয়েকদিন ব্রেক দিয়ে ফের সেপ্টেম্বরের শেষে 4 দিন শুটিং করা হবে বলে জানা গিয়েছে ।

দেশে কোরোনা থাবা বসানোর আগে 2019-এর নভেম্বরে এই ছবির শুটিং করছিলেন রকুল প্রীত ও অর্জুন । বাকি ছবির মতো লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় এই ছবির শুটিংও । এখন সেই বাকি থাকার অংশেরই শুটিং চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.