ETV Bharat / sitara

মালায়লম ছবির হিন্দি রিমেকের প্রযোজনা করবেন জন - ayyappanum koshiyum

মালায়লম ছবি 'আয়াপ্পানম কোশিয়ুম'-র হিন্দি রিমেক প্রযোজনা করতে চলেছেন জন আব্রাহাম । আজ টুইট করে একথা নিশ্চিত করেন জন নিজেই ।

sdf
sdf
author img

By

Published : May 26, 2020, 2:38 PM IST

মুম্বই : মালায়লম ছবি 'আয়াপ্পানম কোশিয়ুম'। এটি একটি অ্যাকশন থ্রিলার । এবার হিন্দিতে রিমেক করা হবে ছবিটি । আর হিন্দিতে এই ছবির স্বত্ব পেয়েছে জন আব্রাহামের প্রযোজনা সংস্থা জেএ এন্টারটেনমেন্ট । আজ টুইট করে একথা জানান জন নিজেই ।

'আয়াপ্পানম কোশিয়ুম' পরিচালনা করেছিলেন সচি । অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ সুকুমারন ও বিজু মেনন । এ বছরের শুরুতেই মুক্তি পায় ছবিটি । বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এই ছবি ।

টুইট করে জন লেখেন, "অ্যাকশন, থ্রিল সবই রয়েছে এই ছবিতে । এমনকী, ছবির গল্পও খুব ভালো । আর সেই কারণেই এই ধরনের ছবি দর্শকদের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি আমরা ।"

  • Ayyappanum Koshiyum, a film that strikes a perfect balance between action, thrill and a good story. At JA Entertainment we are keen to bring such appealing stories to our audience..we hope to make a truly engaging film with this remake in Hindi. Really Excited !!!

    — John Abraham (@TheJohnAbraham) May 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে একাধিক ছবি প্রযোজনা করেছিলেন জন । তার মধ্যে 'ভিকি ডোনর', 'মাড্রাস কাফে', 'রকি হ্যান্ডসাম', 'ফোর্স 2', 'বাটলা হাউজ়' ও 'পরমানু : দা স্টোরি অফ পোখরান' অন্যতম ।

এ বছরের শুরু দিকে শোনা গিয়েছিল উদ্যোগপতি রেবতী রায়ের বায়োপিকের শুটিং করবেন জন । যদিও এ বিষয়ে জনের তরফে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি ।

মুম্বই : মালায়লম ছবি 'আয়াপ্পানম কোশিয়ুম'। এটি একটি অ্যাকশন থ্রিলার । এবার হিন্দিতে রিমেক করা হবে ছবিটি । আর হিন্দিতে এই ছবির স্বত্ব পেয়েছে জন আব্রাহামের প্রযোজনা সংস্থা জেএ এন্টারটেনমেন্ট । আজ টুইট করে একথা জানান জন নিজেই ।

'আয়াপ্পানম কোশিয়ুম' পরিচালনা করেছিলেন সচি । অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ সুকুমারন ও বিজু মেনন । এ বছরের শুরুতেই মুক্তি পায় ছবিটি । বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এই ছবি ।

টুইট করে জন লেখেন, "অ্যাকশন, থ্রিল সবই রয়েছে এই ছবিতে । এমনকী, ছবির গল্পও খুব ভালো । আর সেই কারণেই এই ধরনের ছবি দর্শকদের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি আমরা ।"

  • Ayyappanum Koshiyum, a film that strikes a perfect balance between action, thrill and a good story. At JA Entertainment we are keen to bring such appealing stories to our audience..we hope to make a truly engaging film with this remake in Hindi. Really Excited !!!

    — John Abraham (@TheJohnAbraham) May 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে একাধিক ছবি প্রযোজনা করেছিলেন জন । তার মধ্যে 'ভিকি ডোনর', 'মাড্রাস কাফে', 'রকি হ্যান্ডসাম', 'ফোর্স 2', 'বাটলা হাউজ়' ও 'পরমানু : দা স্টোরি অফ পোখরান' অন্যতম ।

এ বছরের শুরু দিকে শোনা গিয়েছিল উদ্যোগপতি রেবতী রায়ের বায়োপিকের শুটিং করবেন জন । যদিও এ বিষয়ে জনের তরফে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.