ETV Bharat / sitara

'আউটসাইডার' জনের চোখে নেপোটিজ়ম

জন আব্রাহাম, ইন্ডাস্ট্রির তথাকথিত 'আউটসাইডার', প্রায় দুই দশক কাটিয়ে ফেলেছেন বি-টাউনে । তাঁর চোখে নেপোটিজ়ম কী জিনিস ? জানালেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ।

John Abraham on nepotism debate
John Abraham on nepotism debate
author img

By

Published : Sep 14, 2020, 11:16 AM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ুর পর ইন্ডাস্ট্রিতে ইনসাইডার-আউটসাইডার বিতর্ক তুঙ্গে । কয়েকজন যখন নেপোটিজ়ম নিপাত যাক বলে মাঠে নেমে পড়েছেন, তখন কিছু মানুষ আবার ট্যালেন্টেই ভরসা রেখে এগোচ্ছেন । জন কোন দিকে রয়েছেন ?

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জন বলেন যে, প্রত্যেকের নিজস্ব লড়াই রয়েছে । ইন্ডাস্ট্রিতে টিকে থাকার দু'টোই রাস্তা জনের কাছে । হয় তুমি সারাজীবন অভিযোগ জানিয়ে যাও, নয় তুমি নিজের কাজটা মন দিয়ে কর । ব্যক্তিগতভাবে এই দ্বিতীয় রাস্তাতেই বিশ্বাসী জন ।

আরও পড়ুন : নওয়াজ়ের বিরুদ্ধে থানায় বয়ান রেকর্ড আলিয়ার

নিজে একজন আউটসাইডার হয়ে দুই দশক এই ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন অভিনেতা । দিনের শেষে যে ট্যালেন্টই কথা বলে, তার প্রকৃষ্ঠ উদাহরণ স্বয়ং জনই । তাই নতুন প্রজন্মের অভিনেতাদের তিনি এটাই বলতে চান যে, কারও সাহায্যের অপেক্ষায় বসে না থেকে নিজেই নিজের জন্য সুযোগ তৈরি করে নাও ।

জনের কথায় এটা স্পষ্ট যে, নেপোটিজ়মের অস্তিত্ব স্বীকার করে নিলেও তিনি বিশ্বাস করেন যে, প্রতিভা থাকলে এগিয়ে যাওয়া যায় । তাঁর এই বক্তব্য বেশ অনুপ্রাণিত করবে নতুন অভিনেতাদের, আশা করা যায় ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ুর পর ইন্ডাস্ট্রিতে ইনসাইডার-আউটসাইডার বিতর্ক তুঙ্গে । কয়েকজন যখন নেপোটিজ়ম নিপাত যাক বলে মাঠে নেমে পড়েছেন, তখন কিছু মানুষ আবার ট্যালেন্টেই ভরসা রেখে এগোচ্ছেন । জন কোন দিকে রয়েছেন ?

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জন বলেন যে, প্রত্যেকের নিজস্ব লড়াই রয়েছে । ইন্ডাস্ট্রিতে টিকে থাকার দু'টোই রাস্তা জনের কাছে । হয় তুমি সারাজীবন অভিযোগ জানিয়ে যাও, নয় তুমি নিজের কাজটা মন দিয়ে কর । ব্যক্তিগতভাবে এই দ্বিতীয় রাস্তাতেই বিশ্বাসী জন ।

আরও পড়ুন : নওয়াজ়ের বিরুদ্ধে থানায় বয়ান রেকর্ড আলিয়ার

নিজে একজন আউটসাইডার হয়ে দুই দশক এই ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন অভিনেতা । দিনের শেষে যে ট্যালেন্টই কথা বলে, তার প্রকৃষ্ঠ উদাহরণ স্বয়ং জনই । তাই নতুন প্রজন্মের অভিনেতাদের তিনি এটাই বলতে চান যে, কারও সাহায্যের অপেক্ষায় বসে না থেকে নিজেই নিজের জন্য সুযোগ তৈরি করে নাও ।

জনের কথায় এটা স্পষ্ট যে, নেপোটিজ়মের অস্তিত্ব স্বীকার করে নিলেও তিনি বিশ্বাস করেন যে, প্রতিভা থাকলে এগিয়ে যাওয়া যায় । তাঁর এই বক্তব্য বেশ অনুপ্রাণিত করবে নতুন অভিনেতাদের, আশা করা যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.