ETV Bharat / sitara

Exclusive জিশু : আমি পড়াশোনায় খুব খারাপ ছিলাম,প্রশ্নটা করবেন না প্লিজ় - Jisshu Sengupta in Shakuntala Devi

আজই মুক্তি পেয়েছে বিদ্যা বালান অভিনীত, অণু মেনন পরিচালিত 'শকুন্তলা দেবী' । মে মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমা হলে । প্যানডেমিকের কারণে পিছিয়ে যায় ছবি মুক্তির তারিখ । তবে 'গুলাবো সিতাবো', 'দিল বেচারা'র মত ছবি মুক্তি পেয়েছে OTT প্ল্যাটফর্মে । 'শকুন্তলা দেবী' কেন পিছিয়ে থাকবে ? ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন ছবির অন্যতম অভিনেতা জিশু সেনগুপ্ত । একান্ত সাক্ষাৎকারে জিশু আমাদের সঙ্গে ভাগ করে নিলেন ছবি নিয়ে তাঁর নানা অভিজ্ঞতার কথা ।

Jisshu Sengupta in Shakuntala Devi
Jisshu Sengupta in Shakuntala Devi
author img

By

Published : Jul 31, 2020, 8:53 AM IST

ETV ভারত সিতারা : ETV ভারত সিতারায় আপনাকে স্বাগত । কেমন আছেন ?

জিশু সেনগুপ্ত : অনেক ধন্যবাদ, আমি ভালো আছি ।

ETV : লকডাউনে গৃহবন্দী অবস্থা কেমন কাটালেন ?

জিশু : ভালোই । মাঝে মধ্যে দারুণ সময় কাটিয়েছি, মাঝে মধ্যে বিরক্তও হয়েছি । অনেক ধরনের অনুভূতি মিশ্রিত ছিল সময়টাতে ।

ETV : আপনার ছবি 'শকুন্তলা দেবী' মুক্তি পেয়েছে সদ্য । সেখানে শকুন্তলা দেবীর স্বামীর চরিত্র আপনাকে দেখা গেছে । মানুষটি কেমন?

জিশু : চরিত্রটির নাম পরিতোষ ব্যানার্জি । এর থেকে বেশি আমি কিছু বলতে চাই না । তা না হলে অনেককিছু বলা হয়ে যাবে । সবাইকে ছবিটা দেখার অনুরোধ করব ।

Jisshu Sengupta in Shakuntala Devi
.

ETV : আপনি এত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন । অণু মেননকে এই চরিত্রটির জন্য 'হ্যাঁ' বলার কারণ কী ছিল ?

জিশু : ছবির স্ক্রিপ্ট, ছবির গল্প... কে চাইবে না এই বায়োপিকের অংশ হতে ! ছবিটা আমাকে অফার করার পর, আমি স্ক্রিপ্ট পড়ি । অসাধারণ লাগে । সেইজন্যই 'শকুন্তলা দেবী'র জন্য অণুকে 'হ্যাঁ' বলি ।

ETV : 'মণিকর্নিকা', 'বরফি', 'পিকু'র মতো ছবিতে কাজ করেছেন । বিদ্যা বালনের স্বামীর চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা কেমন ছিল ?

জিশু : অসাধারণ অভিজ্ঞতা । বিদ্যা একেবারে সুইটহার্ট । এতজনের সঙ্গে কাজ করেছি, বিদ্যাকে আমার মনে হয়েছে সবচেয়ে সুইট কো-স্টার । প্রচণ্ড বিনয়ী একজন মানুষ । বিদ্যার কাজের ধরন আমার খুব ভালো লেগেছে । সবচেয়ে বড় কথা আমি, বিদ্যার বিশাল ভক্ত । এবং সেটা বিদ্যা জানেন । এক মুহূর্তের জন্যও মনে করাননি যে, উনি কত বড় স্টার । 'রাজকাহিনি', ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ছবিগুলোয় আমার কাজ দেখেছেন বিদ্যা । তাই এই ছবিটার আগে থেকেই উনি আমাকে চিনতেন । সেটে মজা করতেন, জোক বলতেন ।

Jisshu Sengupta in Shakuntala Devi
.

ETV : আপনার কো- অ্যাক্টরদের মুখেই শোনা, আপনি সেটে থাকলে খুব মজা হয় । এখানেও নিশ্চয়ই তাই হয়েছে..তেমন কোনও ঘটনা শেয়ার করবেন ?

জিশু : সেই ঘটনাগুলোর একটা-দুটো বলা খুব মুশকিল । গোটা ছবিটাই একটা স্মরণীয় মুহূর্ত বলা যেতে পারে । আমরা সবসময় সেটে মজা করতাম । অণু আমাদের নিয়ে পাগল হয়ে যেতেন ।

ETV : এই ছবিটা তো অঙ্ক নিয়ে । আপনি নিজে অঙ্কে কতটা ভালো ছিলেন ?

জিশু : আমি পড়াশোনায় খুব খারাপ ছিলাম । এই প্রশ্নটা আমাকে প্লিজ় করবেন না (হাসি)...।

ETV : হলে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু OTT প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পাচ্ছে । এই বিষয়টি নিয়ে আপনার কী প্রতিক্রিয়া ?

জিশু : আমি সবসময়ই ভাবতাম, OTT-ই হয়তো ছবির ভবিষ্যৎ । কিন্তু সেই ভবিষ্যৎটা যে এত তাড়াতাড়ি চলে আসবে, সেটা ভাবতে পারিনি । আমার এটাও বিশ্বাস, সিনেমা হল থাকবে । 'গ্ল্যাডিয়েটর', 'অবতার', 'বাহুবলী'র মতো ছবি সবসময় তৈরি হবে । লার্জার দ্যান লাইফ ব্যাপারটা মানুষ দেখতে চাইবেন । সেই কারণেই সিনেমা হল থাকবে । তবে এই মুহূর্তে আমাদের কাছে অন্য কোনও উপায় নেই । একসঙ্গে 200 দেশের মানুষ দেখতে পাবেন । বড় স্ক্রিনে সবসময় নিজেকে দেখতে ভালো লাগে । তবে এটা ভেবে ভালো লাগছে এতগুলো দেশে, এতগুলো মানুষ দেখতে পাবে ।

Jisshu Sengupta in Shakuntala Devi
.

ETV : আপনি নিজে OTT প্লাটফর্মের ছবি দেখেন ?

জিশু : হ্যাঁ দেখি । অবশ্যই দেখি ।

ETV : শেষ কোন ছবিটি দেখেছিলেন ?

জিশু : 'রেড ২' । আমি অ্যাকশন ছবি দেখতে ভালোবাসি । বোধহয় পঞ্চমবার আমি এই ছবিটা দেখছি । কিছুদিন আগেও দেখেছি ।

ETV : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সারাদেশে নেপোটিজ়ম নিয়ে অনেক কথা হচ্ছে । নেপোটিজ়ম, ফেভারিটজ়ম নিয়ে আপনার কী বক্তব্ য?

জিশু : নেপোটিজম সব জায়গায় আছে । এটা নিয়ে আমার কথা না বলাই ভালো । এই বিষয়টা নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি । এর চেয়ে কাজ নিয়ে কথা বলে অনেক ভালো । নেপোটিজম কোন জায়গায় নেই বলতে পারেন ? কারণ ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে এত কথা হয়, তাই এই ইন্ডাস্ট্রির দিকেই আঙুল তোলা হয়... বারবার এই ইন্ডাস্ট্রিটাকেই টার্গেট করা হয় । এটা একটা খোলা বইয়ের মতো ।

Jisshu Sengupta in Shakuntala Devi
.

ETV : ছবিতে আপনার প্রিয় গান কোনটা ?

জিশু : 'ঝিলমিল' । কারণ এটা আমার আর বিদ্যার গান ।

ETV : আপনি যতগুলো বলিউড প্রজেক্ট করেছেন, 'মার্দানি' থেকে শুরু করে 'মণিকর্নিকা', নারীকেন্দ্রিক ছবিগুলিতে আপনাকে আমরা দেখেছি প্রধান মহিলা চরিত্রের বিপরীতে । জিশু সেনগুপ্তকে নিয়ে কবে বলিউড একটা ছবি বানাবে ?

জিশু : এটা কোনও পরিচালক বা প্রযোজকই বলতে পারবেন । তবে আমার মনে হয় খুব শিগগিরই দেখতে পাবেন । তবে একটা বিষয় হল, আমি কোনও প্রোটাগনিস্ট চরিত্রে অভিনয় করতে চাইছি না । আমি চাইছি ভালো কনটেন্ট । ভালো বিষয়বস্তু রয়েছে এবং আমার চরিত্রটা মাত্র ১০ মিনিটের, কিন্তু সেই চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ, আমি সেই চরিত্রটা করতে চাই । তবে প্রোটাগনিস্টও করতে চাই, সেটা খুব তাড়াতাড়ি হতে চলেছে । একজন ভিলেনও তো প্রোটাগনিস্ট, তাই না ?

ETV : 'অভিযান' ছবিতে সৌমিত্র চ্যাটার্জির চরিত্রে অভিনয় করছেন । কেমন অভিজ্ঞতা ?

জিশু : সৌমিত্র জেঠু আমায় নিজে ফোন করে বলছিলেন যে তাঁর চরিত্রে আমায় চান । এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট । আমি এই 22 বছর ধরে সৌমিত্র জেঠুর সঙ্গেই বড় হয়েছি বলা যায় । তাই আমি ওঁর ব্যাপারে আমি অনেকটাই জানি, উনি কেমন মানুষ, উনি কীভাবে কথা বলেন । তবে ওঁর সামনেই ওঁর চরিত্রে অভিনয় করা, সেটা খুব কঠিন ছিল ।

Jisshu Sengupta in Shakuntala Devi
.

ETV : আমাদের পাঠকদের কী বলবে ?

জিশু : আপাতত সবাইকে বলব অ্যামাজ়ন প্রাইমে 'শকুন্তলা দেবী' দেখুন । অনেক ধন্যবাদ ।

ETV ভারত সিতারা : ETV ভারত সিতারায় আপনাকে স্বাগত । কেমন আছেন ?

জিশু সেনগুপ্ত : অনেক ধন্যবাদ, আমি ভালো আছি ।

ETV : লকডাউনে গৃহবন্দী অবস্থা কেমন কাটালেন ?

জিশু : ভালোই । মাঝে মধ্যে দারুণ সময় কাটিয়েছি, মাঝে মধ্যে বিরক্তও হয়েছি । অনেক ধরনের অনুভূতি মিশ্রিত ছিল সময়টাতে ।

ETV : আপনার ছবি 'শকুন্তলা দেবী' মুক্তি পেয়েছে সদ্য । সেখানে শকুন্তলা দেবীর স্বামীর চরিত্র আপনাকে দেখা গেছে । মানুষটি কেমন?

জিশু : চরিত্রটির নাম পরিতোষ ব্যানার্জি । এর থেকে বেশি আমি কিছু বলতে চাই না । তা না হলে অনেককিছু বলা হয়ে যাবে । সবাইকে ছবিটা দেখার অনুরোধ করব ।

Jisshu Sengupta in Shakuntala Devi
.

ETV : আপনি এত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন । অণু মেননকে এই চরিত্রটির জন্য 'হ্যাঁ' বলার কারণ কী ছিল ?

জিশু : ছবির স্ক্রিপ্ট, ছবির গল্প... কে চাইবে না এই বায়োপিকের অংশ হতে ! ছবিটা আমাকে অফার করার পর, আমি স্ক্রিপ্ট পড়ি । অসাধারণ লাগে । সেইজন্যই 'শকুন্তলা দেবী'র জন্য অণুকে 'হ্যাঁ' বলি ।

ETV : 'মণিকর্নিকা', 'বরফি', 'পিকু'র মতো ছবিতে কাজ করেছেন । বিদ্যা বালনের স্বামীর চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা কেমন ছিল ?

জিশু : অসাধারণ অভিজ্ঞতা । বিদ্যা একেবারে সুইটহার্ট । এতজনের সঙ্গে কাজ করেছি, বিদ্যাকে আমার মনে হয়েছে সবচেয়ে সুইট কো-স্টার । প্রচণ্ড বিনয়ী একজন মানুষ । বিদ্যার কাজের ধরন আমার খুব ভালো লেগেছে । সবচেয়ে বড় কথা আমি, বিদ্যার বিশাল ভক্ত । এবং সেটা বিদ্যা জানেন । এক মুহূর্তের জন্যও মনে করাননি যে, উনি কত বড় স্টার । 'রাজকাহিনি', ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ছবিগুলোয় আমার কাজ দেখেছেন বিদ্যা । তাই এই ছবিটার আগে থেকেই উনি আমাকে চিনতেন । সেটে মজা করতেন, জোক বলতেন ।

Jisshu Sengupta in Shakuntala Devi
.

ETV : আপনার কো- অ্যাক্টরদের মুখেই শোনা, আপনি সেটে থাকলে খুব মজা হয় । এখানেও নিশ্চয়ই তাই হয়েছে..তেমন কোনও ঘটনা শেয়ার করবেন ?

জিশু : সেই ঘটনাগুলোর একটা-দুটো বলা খুব মুশকিল । গোটা ছবিটাই একটা স্মরণীয় মুহূর্ত বলা যেতে পারে । আমরা সবসময় সেটে মজা করতাম । অণু আমাদের নিয়ে পাগল হয়ে যেতেন ।

ETV : এই ছবিটা তো অঙ্ক নিয়ে । আপনি নিজে অঙ্কে কতটা ভালো ছিলেন ?

জিশু : আমি পড়াশোনায় খুব খারাপ ছিলাম । এই প্রশ্নটা আমাকে প্লিজ় করবেন না (হাসি)...।

ETV : হলে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু OTT প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পাচ্ছে । এই বিষয়টি নিয়ে আপনার কী প্রতিক্রিয়া ?

জিশু : আমি সবসময়ই ভাবতাম, OTT-ই হয়তো ছবির ভবিষ্যৎ । কিন্তু সেই ভবিষ্যৎটা যে এত তাড়াতাড়ি চলে আসবে, সেটা ভাবতে পারিনি । আমার এটাও বিশ্বাস, সিনেমা হল থাকবে । 'গ্ল্যাডিয়েটর', 'অবতার', 'বাহুবলী'র মতো ছবি সবসময় তৈরি হবে । লার্জার দ্যান লাইফ ব্যাপারটা মানুষ দেখতে চাইবেন । সেই কারণেই সিনেমা হল থাকবে । তবে এই মুহূর্তে আমাদের কাছে অন্য কোনও উপায় নেই । একসঙ্গে 200 দেশের মানুষ দেখতে পাবেন । বড় স্ক্রিনে সবসময় নিজেকে দেখতে ভালো লাগে । তবে এটা ভেবে ভালো লাগছে এতগুলো দেশে, এতগুলো মানুষ দেখতে পাবে ।

Jisshu Sengupta in Shakuntala Devi
.

ETV : আপনি নিজে OTT প্লাটফর্মের ছবি দেখেন ?

জিশু : হ্যাঁ দেখি । অবশ্যই দেখি ।

ETV : শেষ কোন ছবিটি দেখেছিলেন ?

জিশু : 'রেড ২' । আমি অ্যাকশন ছবি দেখতে ভালোবাসি । বোধহয় পঞ্চমবার আমি এই ছবিটা দেখছি । কিছুদিন আগেও দেখেছি ।

ETV : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সারাদেশে নেপোটিজ়ম নিয়ে অনেক কথা হচ্ছে । নেপোটিজ়ম, ফেভারিটজ়ম নিয়ে আপনার কী বক্তব্ য?

জিশু : নেপোটিজম সব জায়গায় আছে । এটা নিয়ে আমার কথা না বলাই ভালো । এই বিষয়টা নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি । এর চেয়ে কাজ নিয়ে কথা বলে অনেক ভালো । নেপোটিজম কোন জায়গায় নেই বলতে পারেন ? কারণ ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে এত কথা হয়, তাই এই ইন্ডাস্ট্রির দিকেই আঙুল তোলা হয়... বারবার এই ইন্ডাস্ট্রিটাকেই টার্গেট করা হয় । এটা একটা খোলা বইয়ের মতো ।

Jisshu Sengupta in Shakuntala Devi
.

ETV : ছবিতে আপনার প্রিয় গান কোনটা ?

জিশু : 'ঝিলমিল' । কারণ এটা আমার আর বিদ্যার গান ।

ETV : আপনি যতগুলো বলিউড প্রজেক্ট করেছেন, 'মার্দানি' থেকে শুরু করে 'মণিকর্নিকা', নারীকেন্দ্রিক ছবিগুলিতে আপনাকে আমরা দেখেছি প্রধান মহিলা চরিত্রের বিপরীতে । জিশু সেনগুপ্তকে নিয়ে কবে বলিউড একটা ছবি বানাবে ?

জিশু : এটা কোনও পরিচালক বা প্রযোজকই বলতে পারবেন । তবে আমার মনে হয় খুব শিগগিরই দেখতে পাবেন । তবে একটা বিষয় হল, আমি কোনও প্রোটাগনিস্ট চরিত্রে অভিনয় করতে চাইছি না । আমি চাইছি ভালো কনটেন্ট । ভালো বিষয়বস্তু রয়েছে এবং আমার চরিত্রটা মাত্র ১০ মিনিটের, কিন্তু সেই চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ, আমি সেই চরিত্রটা করতে চাই । তবে প্রোটাগনিস্টও করতে চাই, সেটা খুব তাড়াতাড়ি হতে চলেছে । একজন ভিলেনও তো প্রোটাগনিস্ট, তাই না ?

ETV : 'অভিযান' ছবিতে সৌমিত্র চ্যাটার্জির চরিত্রে অভিনয় করছেন । কেমন অভিজ্ঞতা ?

জিশু : সৌমিত্র জেঠু আমায় নিজে ফোন করে বলছিলেন যে তাঁর চরিত্রে আমায় চান । এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট । আমি এই 22 বছর ধরে সৌমিত্র জেঠুর সঙ্গেই বড় হয়েছি বলা যায় । তাই আমি ওঁর ব্যাপারে আমি অনেকটাই জানি, উনি কেমন মানুষ, উনি কীভাবে কথা বলেন । তবে ওঁর সামনেই ওঁর চরিত্রে অভিনয় করা, সেটা খুব কঠিন ছিল ।

Jisshu Sengupta in Shakuntala Devi
.

ETV : আমাদের পাঠকদের কী বলবে ?

জিশু : আপাতত সবাইকে বলব অ্যামাজ়ন প্রাইমে 'শকুন্তলা দেবী' দেখুন । অনেক ধন্যবাদ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.