ETV Bharat / sitara

রণবীর সিংয়ের বাবার ভূমিকায় বোমান ইরানি - রণবীর সিং

'জয়েশভাই জোরদার' ছবিতে রণবীর সিংয়ের বাবার ভূমিকায় দেখা যাবে বোমান ইরানিকে ।

dgf
dfg
author img

By

Published : Jan 14, 2020, 8:03 PM IST

মুম্বই : এবার রণবীর সিংয়ের বাবার ভূমিকায় দেখা যাবে বোমান ইরানিকে । আপকামিং ছবি 'জয়েশভাই জ়োরদার'-এ রণবীরের বাবার ভূমিকায় দেখা যাবে তাঁকে ।

ছবি সম্পর্কে বোমান বলেন, "এই ধরনের স্ক্রিপ্ট সাধারণত দেখা যায় না । স্ক্রিপ্ট খুবই ভালো । বহু বছর পর দিব্যাঙ্গের মতো একজন লেখক ও পরিচালককে দেখলাম । হাসি মজার মাধ্যমে এই ছবিতে খুব কঠিন একটি মেসেজ দিয়েছেন তিনি ।"

ছবিতে একজন ছাপোষা গুজরাতির চরিত্রে অভিনয় করবেন রণবীর । কিছুদিন আগেই মুক্তি পায় ছবির পোস্টার । সেখানে একেবারে নতুন অবতারে দেখা গেছে তাঁকে ।

'83' ছবিতেও রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন বোমান । এরপর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা । রণবীরের সঙ্গে কাজ প্রসঙ্গে বোমান বলেন, "রণবীরের সঙ্গে সব সময়ই কাজ করতে খুব ভালো লাগে । চরিত্রর মধ্যে ঢোকার জন্য সে সব কিছু করে । এই ধরনের অভিনেতাদের সঙ্গে কাজ করতে খুবই ভালো লাগে । আমি ছবিতে তার বাবার ভূমিকায় অভিনয় করছি । ছবিতে আমাদের চরিত্র খুবই মজাদার । দর্শকরা তা দেখলেই বুঝতে পারবেন ।"

ছবিটি পরিচালনা করেন দিব্যাঙ্গ ঠাক্কর । তবে এই ছবি কবে মুক্তি পাবে তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি ।

এছাড়াও সম্প্রতি '৮৩' ছবির কাজ শেষ করেছেন রণবীর । সেখানে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন তিনি । সব ঠিক থাকলে 2020 সালের 10 এপ্রিল মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : এবার রণবীর সিংয়ের বাবার ভূমিকায় দেখা যাবে বোমান ইরানিকে । আপকামিং ছবি 'জয়েশভাই জ়োরদার'-এ রণবীরের বাবার ভূমিকায় দেখা যাবে তাঁকে ।

ছবি সম্পর্কে বোমান বলেন, "এই ধরনের স্ক্রিপ্ট সাধারণত দেখা যায় না । স্ক্রিপ্ট খুবই ভালো । বহু বছর পর দিব্যাঙ্গের মতো একজন লেখক ও পরিচালককে দেখলাম । হাসি মজার মাধ্যমে এই ছবিতে খুব কঠিন একটি মেসেজ দিয়েছেন তিনি ।"

ছবিতে একজন ছাপোষা গুজরাতির চরিত্রে অভিনয় করবেন রণবীর । কিছুদিন আগেই মুক্তি পায় ছবির পোস্টার । সেখানে একেবারে নতুন অবতারে দেখা গেছে তাঁকে ।

'83' ছবিতেও রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন বোমান । এরপর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা । রণবীরের সঙ্গে কাজ প্রসঙ্গে বোমান বলেন, "রণবীরের সঙ্গে সব সময়ই কাজ করতে খুব ভালো লাগে । চরিত্রর মধ্যে ঢোকার জন্য সে সব কিছু করে । এই ধরনের অভিনেতাদের সঙ্গে কাজ করতে খুবই ভালো লাগে । আমি ছবিতে তার বাবার ভূমিকায় অভিনয় করছি । ছবিতে আমাদের চরিত্র খুবই মজাদার । দর্শকরা তা দেখলেই বুঝতে পারবেন ।"

ছবিটি পরিচালনা করেন দিব্যাঙ্গ ঠাক্কর । তবে এই ছবি কবে মুক্তি পাবে তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি ।

এছাড়াও সম্প্রতি '৮৩' ছবির কাজ শেষ করেছেন রণবীর । সেখানে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন তিনি । সব ঠিক থাকলে 2020 সালের 10 এপ্রিল মুক্তি পাবে ছবিটি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.