দিল্লি : শ্রীদেবীকে ভারতীয় সিনেমা জগতের প্রথম মহিলা সুপারস্টার বলা হয় । গতবছর তাঁর মৃত্যু হলেও আজও তিনি মানুষের মনে রয়ে গেছেন ।
আজ শ্রীদেবীর 56 তম জন্মদিন । মেয়ে জাহ্নবী কাপুর সোশাল মিডিয়ায় সুন্দর একটি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মা'কে ।
শ্রীদেবীর একটি সুন্দর ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "শুভ জন্মদিন মা । আমি তোমাকে ভালোবাসি ।" জাহ্নবী যে মা'কে এখনও মিস করেন তা এই পোস্টটিই বুঝিয়ে দেয় ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
জাহ্নবীর এই পোস্টটি 1,79,547 টি লাইক ও 2,300 টি কমেন্ট রয়েছে । প্রিয়াঙ্কা চোপড়া, মণীষ মলহোত্রা, দিয়া মিরজ়া সহ আরও অনেকে পোস্টে কমেন্ট করে তাঁদের ভালোবাসা জানিয়েছেন ।
জন্মদিনে শ্রীদেবীকে স্মরণ করলেন অনিল কাপুরের স্ত্রী সুনিতা কাপুরও । শ্রীদেবীর সঙ্গে একটি সুন্দর ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে তিনি লেখেন, "স্মৃতি সবসময়ই বিশেষ হয় । কান্নার স্মৃতি মনে করে আমরা অনেক সময় হাসতে থাকি । আবার হাসার কথা মনে করে আমরা কাঁদি । শুভ জন্মদিন শ্রী, খুব মিস করি তোমাকে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ডিজ়াইনার মণীশ মলহোত্রা শ্রীদেবীর খুবই কাছের বন্ধু ছিলেন । তিনি সোশাল মিডিয়ায় অভিনেত্রীর একটি স্টানিং ছবি পোস্ট করে লেখেন, "মিস ইউ ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
শ্রীদেবী গত বছর 24 ফেব্রুয়ারি দুবাইতে একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়ে মারা যান । তিনি বেঁচে থাকলে আজ 56 বছরে পা দিতেন ।
1963-তে জন্মগ্রহণ করেন শ্রী আম্মা ইয়্যাঙ্গের আয়াপন । তাঁর অভিনয়ের মাধ্যমে দর্শকের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন । তাঁর অভিনীত হিন্দি ছবিগুলির মধ্যে 'চাঁদনি', 'লমহে', 'মিস্টার ইন্ডিয়া', 'চালবাজ়', 'নাগীনা', 'সদমা' ও 'ইংলিশ ভিংলিশ' খুবই জনপ্রিয় ।
শ্রীদেবীকে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করা হয়েছিল । তিনি তামিল, তেলুগু, হিন্দি, মলয়ালম ও কন্নড় ভাষাতেও অভিনয় করেছেন । তাঁর শেষ ছবি ছিল 'মম' । ছবিটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন শ্রীদেবী ।