মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেটিজেনদের রোষ গিয়ে পড়েছে ইন্ডাস্ট্রির স্টারকিডদের উপর । সেই কারণেই আলিয়া ভাটের 'সড়ক 2'-এর ট্রেলার ইউটিউবের সর্বাধিক ডিসলাইক প্রাপ্ত ট্রেলার হয়ে দাঁড়িয়েছে । একই পরিণতি হল অনন্যা পান্ডে ও ইশান খট্টর অভিনীত 'খালি পিলি'-র ।
আজই মুক্তি পেয়েছে মকবুল খান পরিচালিত 'খালি পিলি'-র টিজ়ার । 'সড়ক 2'-এর মতো বিপুল মাত্রায় না হলেও, বেশ গতিতেই বাড়ছে এই টিজ়ারে ডিসলাইকের সংখ্যা । লাইকের সংখ্যা যেখানে বাইশ হাজার, সেখানে ডিসলাইক গিয়ে পৌঁছেছে এক লাখ আটত্রিশ হাজারে ।
প্রতি মিনিটে বাড়ছে লাইক-ডিসলাইকের ব্যবধান । জ়ি স্টুডিয়ো প্রযোজিত এই ছবির টিজ়ার এখন সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং । না, ভালো লাগা থেকে নয়, খারাপ লাগা থেকে ।
তবে সুশান্তের মৃত্যুর কারণে দর্শকের ক্ষোভ যেভাবে বাড়ছে, তাতে একটা ভালো কাজ আন্ডাররেটেড হয়ে থেকে যাচ্ছে না তো ? 'সড়ক 2' বা 'খালি পিলি' হয়তো ভালো ছবি হয়েও সেভাবে তারিফ কুড়োতে পারবে না, আশঙ্কা ট্রেড অ্যানালিস্টদের । ছবি মুক্তি পেলেই সেটা পরিষ্কার হবে ।
দেখে নিন টিজ়ারটি..
- " class="align-text-top noRightClick twitterSection" data="">