ETV Bharat / sitara

"শেষবারেও তুমি ছিলে...আমি হেরে গেলাম বাবা" - ইরফান খানের খবর

বাবা ইরফান খানের জন্য মন খারাপ ছেলে বাবিলের । লন্ডন ফিরছেন তিনি, অথচ পাশে বাবা নেই...মেনে নিতে কষ্ট হচ্ছে ছেলের ।

Babil Khan on his dad irrfan khan
Babil Khan on his dad irrfan khan
author img

By

Published : Sep 12, 2020, 5:22 PM IST

মুম্বই : সময় হয়তো অনেক কিছুই ভুলিয়ে দেয় । তবে কোনও বিশেষ মুহূর্তে অপ্রত্যাশিতভাবেই কিছু স্মৃতি ফিরে আসে । ঠিক যেমনটা এল বাবিল খানের । বাবিল, ইরফানের ছেলে ।

বাবার সঙ্গে কাটানো মুহূর্তকে ফিরে দেখলেন বাবিল । শেয়ার করলেন কয়েকটি থ্রোব্যাক ছবি । 'আংরেজ়ি মিডিয়াম'-এর শুটিংয়ের সময় তোলা সেই ছবি । ইরফানের গায়ে সেই গোলাপি জ্যাকেট, ঠোঁটে সেই অমলিন হাসি । বোঝার উপায় নেই যে, মানুষটা আর নেই ।

ক্যাপশনে বাবিল লিখেছেন, "লন্ডনে ফিরে যাচ্ছি । আরও একটা বছর । শেষবারেও তুমি ছিলে, এই বছরটা খুব অদ্ভুত । শুধু তুমি নয় বাবা, আমিও হেরে গেছি ।"

বাবিলের এই পোস্ট দেখে মন ভার নেটিজেনদের । 'আংরেজ়ি মিডিয়াম'-এ ইরফানের কো-স্টার রাধিকা মদন কমেন্ট করেছেন, "অনেক অনেক ভালোবাসা..."

দেখে নিন বাবিলের আবেগপ্রবণ পোস্ট

মুম্বই : সময় হয়তো অনেক কিছুই ভুলিয়ে দেয় । তবে কোনও বিশেষ মুহূর্তে অপ্রত্যাশিতভাবেই কিছু স্মৃতি ফিরে আসে । ঠিক যেমনটা এল বাবিল খানের । বাবিল, ইরফানের ছেলে ।

বাবার সঙ্গে কাটানো মুহূর্তকে ফিরে দেখলেন বাবিল । শেয়ার করলেন কয়েকটি থ্রোব্যাক ছবি । 'আংরেজ়ি মিডিয়াম'-এর শুটিংয়ের সময় তোলা সেই ছবি । ইরফানের গায়ে সেই গোলাপি জ্যাকেট, ঠোঁটে সেই অমলিন হাসি । বোঝার উপায় নেই যে, মানুষটা আর নেই ।

ক্যাপশনে বাবিল লিখেছেন, "লন্ডনে ফিরে যাচ্ছি । আরও একটা বছর । শেষবারেও তুমি ছিলে, এই বছরটা খুব অদ্ভুত । শুধু তুমি নয় বাবা, আমিও হেরে গেছি ।"

বাবিলের এই পোস্ট দেখে মন ভার নেটিজেনদের । 'আংরেজ়ি মিডিয়াম'-এ ইরফানের কো-স্টার রাধিকা মদন কমেন্ট করেছেন, "অনেক অনেক ভালোবাসা..."

দেখে নিন বাবিলের আবেগপ্রবণ পোস্ট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.