ETV Bharat / sitara

দু'জনে একান্তে - babil khan shares photo of parents

মাথার উপর গনগনে সূর্য থাকলে আকাশকে ততটা নীল লাগে না...ইরফান-সুতপার পুরোনো ছবি শেয়ার করে আবেগপ্রবণ পুত্র বাবিল খান ।

irrfan khan throwback picture
irrfan khan throwback picture
author img

By

Published : Nov 10, 2020, 7:52 AM IST

মুম্বই : সময় হয়তো অনেক কিছুই ভুলিয়ে দেয় । তবে কোনও বিশেষ মুহূর্তে অপ্রত্যাশিতভাবেই কিছু স্মৃতি ফিরে আসে । ঠিক যেমনটা এল বাবিল খানের । বাবিল, ইরফানের ছেলে । বাবা-মায়ের পুরোনো ছবি শেয়ার করে আবেগপ্রবণ যুবক ।

বাবিলের কাছে বাবা-মায়ের জুটি পৃথিবীর অন্যতম সেরা জুটি । তাই মাঝেমধ্যে তিনি ইরফান আর সুতপার ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায় । সঙ্গে খুব সুন্দর ছোটো ছোটো অনুভূতি লেখেন ।

এবারের ছবিতে ইরফানকে জড়িয়ে ধরে রয়েছেন সুতপা । সম্ভবত কোনও ঠান্ডা জায়গায় বেড়াতে গিয়ে তোলা ছবিটি । মাথায় টুপি আর লাল জ্যাকেট পরা ইরফানও দারুণ খুশি বউকে কাছে পেয়ে ।

"এটা সত্যি যে, আমাদের শ্বাস-প্রশ্বাসের ব্যবধান দিন দিন কমতে থাকে । একবার বড় স্বপ্ন দেখে ফেললে, আর অল্পেতে মন সন্তুষ্ট হওয়া যায় না ।", কাব্য করে লিখেছন বাবিল । দেখে নিন তাঁর পোস্ট...

মুম্বই : সময় হয়তো অনেক কিছুই ভুলিয়ে দেয় । তবে কোনও বিশেষ মুহূর্তে অপ্রত্যাশিতভাবেই কিছু স্মৃতি ফিরে আসে । ঠিক যেমনটা এল বাবিল খানের । বাবিল, ইরফানের ছেলে । বাবা-মায়ের পুরোনো ছবি শেয়ার করে আবেগপ্রবণ যুবক ।

বাবিলের কাছে বাবা-মায়ের জুটি পৃথিবীর অন্যতম সেরা জুটি । তাই মাঝেমধ্যে তিনি ইরফান আর সুতপার ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায় । সঙ্গে খুব সুন্দর ছোটো ছোটো অনুভূতি লেখেন ।

এবারের ছবিতে ইরফানকে জড়িয়ে ধরে রয়েছেন সুতপা । সম্ভবত কোনও ঠান্ডা জায়গায় বেড়াতে গিয়ে তোলা ছবিটি । মাথায় টুপি আর লাল জ্যাকেট পরা ইরফানও দারুণ খুশি বউকে কাছে পেয়ে ।

"এটা সত্যি যে, আমাদের শ্বাস-প্রশ্বাসের ব্যবধান দিন দিন কমতে থাকে । একবার বড় স্বপ্ন দেখে ফেললে, আর অল্পেতে মন সন্তুষ্ট হওয়া যায় না ।", কাব্য করে লিখেছন বাবিল । দেখে নিন তাঁর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.